Advertisment

বিয়ে বাড়িতে ব্রেন স্ট্রোক আপনজনের! প্রোটিয়াজ সফরের আগেই খারাপ খবর শুনলেন টিম ইন্ডিয়ার তারকা

ব্যাপক দুঃসংবাদে ছিন্নভিন্ন ভারতীয় শিবির

author-image
IE Bangla Sports Desk
New Update
Team-india

দুর্ধর্ষ জয় ভারতের (বিসিসিআই, টুইটার)

আর মাত্র তিন দিন পরেই শুরু হয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি২০ সিরিজ। অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে ৪-১'এ দুরমুশ করার পর টিম ইন্ডিয়ার চ্যালেঞ্জ আপাতত বিদেশের মাটিতে। টি২০ ওয়ার্ল্ড কাপের আগে দলের কম্বিনেশন নিয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে এই সিরিজ থেকেই। শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মেগা-সিরিজে নামার আগেই অবশ্য দুঃসংবাদ ধাওয়া করল টিম ইন্ডিয়া শিবিরকে।

Advertisment

দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ তো বটেই ওয়ানডে স্কোয়াডেও রাখা হয়েছে দীপক চাহারকে। তবে তারকা পেসারকে প্রোটিয়াজ সফরে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলতে পারেননি। উড়ে গিয়েছিলেন বাড়িতে। এবার আসল ঘটনা প্রকাশ্যে এল। দীপক চাহারের পিতা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আলিগড়ে এক বিয়েতে আমন্ত্রিত ছিলেন দীপক চাহারের পিতা লোকেন্দ্র সিং। সঙ্গেসঙ্গেই তাঁকে হাসপাতালে জরুরিকালীন ভিত্তিতে ভর্তি করা হয়।

চতুর্থ টি২০'তে চাহার খেলেছিলেন রায়পুরে। তবে বেঙ্গালুরুতে শেষ টি২০'তে নামার আগেই চাহার পিতার অসুস্থতার খবর পান। তারপরেই তিনি উড়ে যান বাড়িতে। আলিগড় মিথরাজ হাসপাতালে বাবাকে দেখতে হাজির থাকেন।

চাহার স্পোর্টস টক-কে জানিয়েছেন, পারিবারিক দুঃসংবাদ পেয়েই হেড কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচকদের পুরো বিষয়টি জানিয়েছিলেন, "সময় মত বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। নাহলে আরও সমস্যা হতে পারত। এই মুহূর্তে ওঁর কন্ডিশন আগের থেকে ভালো। অনেকেই জিজ্ঞাসা করেছেন, কেন সিরিজের শেষ ম্যাচ খেলিনি। আমার কাছে আমার বাবা সবথেকে আগে। আমাকে উনি গড়ে তুলতে সাহায্য করেছেন। ওঁকে এই অবস্থায় ফেলে কোথায় যেতে পারব না। অবস্থার একটু উন্নতি হলেই দক্ষিণ আফ্রিকা সফরে যাব।"

চোট আঘাতের কারণে গত এক বছর ধরেই জর্জরিত দীপক চাহার। চোট সারিয়ে অজি সিরিজেই প্রত্যাবর্তন করেছিলেন তিনি। তবে সেই ফেরার লগ্নেও দুঃসংবাদ ধাওয়া করল তাঁকে।

টি২০ সিরিজে ভারতের স্কোয়াড: যশস্বী জয়সোয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, মুকেশ কুমার, দীপক চাহার

একদিনের সিরিজে ভারতের স্কোয়াড:
রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার্জ আবেশ খান, অর্শদীপ সিং, দীপক চাহার

Cricket News Indian Cricket Team Indian Team
Advertisment