Asian Games 2018: দেশকে রুপো এনে দিলেন দীপক কুমার

অষ্টাদশ এশিয়ান গেমসে ভারতের শুরুটা হয়েছিল ব্রোঞ্জে। দ্বিতীয় দিন ভারতের শুভারম্ভ হল রুপো দিয়ে। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দেশকে রুপো এনে দিলেন দীপক কুমার। এশিয়াডে এটাই দেশের প্রথম রুপো ও তৃতীয় পদক।

অষ্টাদশ এশিয়ান গেমসে ভারতের শুরুটা হয়েছিল ব্রোঞ্জে। দ্বিতীয় দিন ভারতের শুভারম্ভ হল রুপো দিয়ে। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দেশকে রুপো এনে দিলেন দীপক কুমার। এশিয়াডে এটাই দেশের প্রথম রুপো ও তৃতীয় পদক।

author-image
IE Bangla Web Desk
New Update
Deepak Kumar

Asian Games 2018: দেশকে রুপো এনে দিলেন দীপক কুমার

অষ্টাদশ এশিয়ান গেমসে ভারতের শুরুটা হয়েছিল ব্রোঞ্জে। দ্বিতীয় দিন ভারতের শুভারম্ভ হল রুপো দিয়ে। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দেশকে রুপো এনে দিলেন দীপক কুমার। এশিয়াডে এটাই দেশের প্রথম রুপো ও তৃতীয় পদক। এশিয়ান গেমসে ভারতের এখন একটি করে সোনা, রুপো ও  ব্রোঞ্জ।

Advertisment

আরও পড়ুন: Asian Games 2018: বজরং পুনিয়ার সোনা, অপূর্বী-রবির ব্রোঞ্জ দিয়ে ভারতের শুরু

Advertisment

Asian Games