Advertisment

চতুর্থ ভারতীয় হিসেবে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করলেন দীপক

শনিবার খেলা শেষ হওয়ার এক মিনিট আগেও ৩-৬ এ পিছিয়ে ছিলেন তিনি। তবে মুহূর্তের মধ্যেই কুস্তির প্যাঁচে কুপোকাত করেন তিনি। ৭-৬ ফলাফলে জয় ছিনিয়ে নেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Deepak Punia

নজির গড়লেন দীপক পুনিয়া (আইওএ টুইটার)

যুব পর্যায়ের বিশ্ব চ্যাম্পিয়ন দীপক পুনিয়া শনিবারে চতুর্থ ভারতীয় হিসেবে অলিম্পিকে যোগ্যতাঅর্জন করলেন। কাজাখস্তানের নূর-সুলতানে আয়োজিত কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৮৬ কেজি বিভাগে ফাইনালে ওঠার সঙ্গেই অলিম্পিকের টিকিট নিশ্চিত করেন তিনি। প্রথমবার সিনিয়র পর্যায়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন। শেষ চারে কলম্বিয়ার কার্লোস আর্তুরো মেন্ডেজকে রূদ্ধশ্বাস লড়াইয়ে ৭-৬ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠলেন তিনি।

Advertisment

সোনা জয়ের লড়াইয়ে দীপক পুনিয়াকে এবার নামতে হবে সুইজারল্যান্ডের স্তেফান রেইচমুথের বিরুদ্ধে। শনিবার খেলা শেষ হওয়ার এক মিনিট আগেও ৩-৬ এ পিছিয়ে ছিলেন তিনি। তবে মুহূর্তের মধ্যেই কুস্তির প্যাঁচে কুপোকাত করেন তিনি। ৭-৬ ফলাফলে জয় ছিনিয়ে নেন তিনি। দীপকের সঙ্গেই ৬১ কেজি নন-অলিম্পিক ক্যাটেগরিতে রাহুল আওয়ারে সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন।

আরও পড়ুন প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে নজির অমিতের

আরও পড়ুন কেরিয়ারের সেরা পারফরম্যান্স মীরাবাইয়ের, তবু পদক হাতছাড়া<

/h3>

দীপকের মতোই রাহুলকেও কাজাখ প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে হল। প্রসঙ্গত, দীপক পুনিয়ার সঙ্গেই ভিনেশ ফোগত, রবি দাহিয়া ইতিমধ্যেই ২০২০ অলিম্পিকের টিকিট অর্জন করেছেন ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে। দীপক পুনিয়াদের সাফল্যের মাঝেও খারাপ খবর, ৭৯ কেজি বিভাগে জিতেন্দর কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন। ৯৭ কেজি বিভাগে মৌসম খাতরি অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্রেডরিখ স্নাইডারের কাছে হেরে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছেন।

দীপক পুনিয়ার সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন সুশীল কুমার সহ দেশের কুস্তিজগতের তারকারা।

Read the full article in ENGLISH

Wrestling
Advertisment