মাত্র ৭ দিন বাকি। এর মধ্যেই করোনার থাবা আইপিএলে। ওয়াংখেড়ের মাঠকর্মী করোনা আক্রান্ত হওয়ার পরে এবার সেও তালিকায় নাম লিখিয়ে ফেললেন দিল্লির তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেল। সংবাদসংস্থার খবর অনুযায়ী, তড়িঘড়ি অক্ষরকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
গত কয়েকদিন ধরেই কোয়ারেন্টাইনে ছিলেন তারকা অলরাউন্ডার। তিনি কীভাবে কোভিড পজিটিভ হলেন, তার কারণ স্পষ্ট নয়। আইপিএলের এসওপি অনুযায়ী, কোনো ক্রিকেটার কোভিড আক্রান্ত হলে বায়ো বাবলের বাইরে নির্দিষ্ট স্থানে আলাদাভাবে থাকতে হয়। সেই সময় কোনোরকম শারীরিক পরিশ্রম ছাড়াই স্রেফ বিশ্রামে থাকতে হবে সেই ক্রিকেটারকে। টিমের চিকিৎসক নিয়মিত পরীক্ষা করবেন সংশ্লিষ্ট ক্রিকেটারকে। এর মধ্যে পরিস্থিতির অবনতি হলে সঙ্গেসঙ্গেই হাসপাতালে ভর্তি করতে হবে।
আরো পড়ুন: শুরুর আগেই ধাক্কা, ‘করোনা আক্রান্ত’ আইপিএল! চরম শঙ্কায় ক্রোড়পতি লিগ
এই প্রোটোকল অনুযায়ীই বাঁ হাতি স্পিনার একমাত্র করোনা রিপোর্ট নেগেটিভ হলেই দলের সঙ্গে অনুশীলন করতে পারবেন।
এই নিয়ে আইপিএল শুরুর আগেই মোট দুজন ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। এর আগে কেকেআরের নীতিশ রানা করোনা পরীক্ষায় পজিটিভ ধরা পড়েন। কেকেআরের বয়ান অনুযায়ী, ২১ মার্চ নেগেটিভ রিপোর্ট সমেত হোটেলে প্রবেশ করেন নীতিশ রানা। একদিন পরেই কোভিড টেস্টে পজিটিভ রিপোর্ট আসে তাঁর। আপাতত কোভিডের ধাক্কা বাঁচিয়ে তিনি সুস্থ। দলের সঙ্গে শীঘ্রই যোগ দেবেন তিনি।
আরো পড়ুন: ধোনির বিশ্বকাপ জয়ে আসল অবদান সৌরভের, চাঞ্চল্যকর দাবি জাতীয় দলের তারকার
অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসের অপডেটস অনুযায়ী, মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লির হয়ে প্রথম ম্যাচে নামতে পারবেন না অক্ষর প্যাটেল। যদি সময়ে সুস্থ হয়ে ওঠেন তাহলে ১৫ তারিখ দিল্লির দ্বিতীয় ম্যাচে খেলার ছাড়পত্র পেয়ে যেতে পারেন তিনি।
২০১৯ সালের নিলামে অক্ষরকে ৫ কোটি টাকায় কেনে দিল্লি ক্যাপিটালস। প্রথম একাদশের নিয়মিত সদস্য তিনি। ২০১৯-এ ১৪টি ম্যাচেই খেলেন তিনি। গত বছর ক্যাপিটালসের জার্সিতে ১৫টি ম্যাচে অংশ নেন। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে অক্ষর অভিষেক ঘটান সফরকারী ইংল্যান্ডের বিরুদ্ধে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন