Sourav Ganguly, Ricky Ponting, Delhi Capitals: রিকি পন্টিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর দিল্লি ক্যাপিটালস মোটেও মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোচ হিসেবে নিয়োগ করতে চাইছে না। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রবলভাবেই হেড কোচ হতে আগ্রহী। তবে ক্যাপিটালস ম্যানেজমেন্ট সৌরভকে ডিরেক্টর অফ ক্রিকেট এবং হেড কোচ- দ্বৈত ভূমিকায় নিয়োগ করতে কিছুটা দ্বিধাবোধ করছে।
দিল্লি ক্যাপিটালস হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের মত লড়াকু, প্যাশনেট কাউকে খুঁজছে। নিউজ-১৮-এর প্রতিবেদন অনুযায়ী, দুজন প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটারকে সম্ভাব্য হেড কোচ হিসেবে প্রাথমিকভাবে বাছাই করেছে টিম ম্যানেজমেন্ট। তাঁদের সঙ্গে কথাবার্তা চালানো হচ্ছে। তবে তাঁদের নাম প্রকাশ্যে আসেনি।
সৌরভ একাধিক দায়িত্বে রয়েছেন
বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে দিল্লি ক্যাপিটালস-এর ক্রিকেট ডিরেক্টর হিসাবে নিযুক্ত রয়েছেন। ক্যাপিটালস-এর যে সমস্ত সিস্টার কনসার্ন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করে (দক্ষিণ আফ্রিকান টি২০ লিগ- প্রিটোরিয়া ক্যাপিটালস, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ILt20- দুবাই ক্যাপিটালস)। গোটা ফ্র্যাঞ্চাইজির সমস্ত দলের পারফরম্যান্স তত্ত্বাবধান করেন ভারতকে ২০০৩ বিশ্বকাপ ফাইনালে তোলা অধিনায়ক। ক্যাপিটালস শিবিরের এক কর্তা সংবাদমাধ্যমে বলেছেন, "সৌরভ ইতিমধ্যেই একাধিক কাজে নিযুক্ত রয়েছেন। ডিরেক্টর অফ ক্রিকেট হিসাবে সমস্ত প্ল্যানিং কষতে হয় ওঁকে।"
সৌরভ কোচ হতে ইচ্ছাপ্রকাশ করেন
রিকি পন্টিং ছেড়ে দেওয়ার পর সৌরভ সরাসরি এক প্রচারমাধ্যমে বলে দিয়েছেন, তিনি কোচ হতে ভালভাবেই আগ্রহী। "আমি কেন নয়? দেখাই যাক না আমি এই দায়িত্ব পালন করতে পারি কিনা! ইংল্যান্ডের নতুন তারকা জেমি স্মিথকে ক্যাপিটালস-এর দক্ষিণ আফ্রিকান ফ্র্যাঞ্চাইজিতে আনতে চেয়েছিলাম। ও নিজেও আগ্রহী ছিল। তবে সেই সময় ইংল্যান্ড ভারত সফরে ব্যস্ত থাকবে।"
দিল্লির নজরে গম্ভীরের মত কোচ
দিল্লি ক্যাপিটালস এমন কোনও কোচের সন্ধানে রয়েছে যিনি গৌতম গম্ভীরের মত অতিসক্রিয়। সবসময় দলের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখেন। "আমাদের প্রয়োজন একজন সক্রিয় কোচ। গম্ভীরের মত যিনি ক্রিকেট সার্কিটে নজর রাখেন সবসময়। গম্ভীর মেন্টর হিসাবে এত সফল সেই কারণেই। এতে বিস্ময়ের কিছু নেই। আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই ঘরোয়া ক্রিকেটেও চোখ থাকে ওঁর।" বলেছেন দিল্লি ক্যাপিটালস-এর সেই কর্তা।
সামনের বছরেই মেগা নিলাম। পুরো দল নতুনভাবে শুরু করতে পারবে। এমন অবস্থায় কোনওভাবেই ক্যাপিটালস ম্যানেজমেন্ট অস্থায়ী ভিত্তিতে কাউকে কোচ নিয়োগের পথে হাঁটতে রাজি নয়। নতুন কোচ যাতে দলের দায়িত্ব নিয়ে নিলাম থেকে ঠিকমত দল গুছিয়ে নিতে পারে, সেদিকেই নজর দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি। ২০০৮ থেকেই আইপিএল খেলছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। একবারের জন্যও ট্রফি জয়ের স্বাদ পায়নি রাজধানী শহরের দলটি।