Advertisment

Sourav Ganguly to replace Ricky Ponting in Delhi Capitals: সৌরভই এবার হয়ত হেড কোচ! তারকা খচিত দলের গুরু হওয়ার মুখে বাঙালির হার্টথ্রব

Ricky Ponting Delhi Capitals head coach resigns: মুম্বই ইন্ডিয়ান্স-এর প্রাক্তন বস রিকি পন্টিং দিল্লির দায়িত্ব নিয়েছিলেন ২০১৮-য়। এরপরে টানা দলকে কোচিং করিয়েও সাফল্যের সন্ধান দিতে পারেননি। সাতবারের মধ্যে মাত্র একবার-ই ফাইনালে পৌঁছেছে ক্যাপিটালস।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, Sourav Ganguly news

Sourav Ganguly News: দামি মোবাইল খোঁয়া গেল মহারাজের (টুইটার)

Delhi Capitals part ways with head coach Ricky Ponting: দিল্লি ক্যাপিটালস কোচের পদ থেকে সরে দাঁড়ালেন কোচ রিকি পন্টিং। শনিবার-ই আইপিএলের তারকা খচিত ফ্র্যাঞ্চাইজির হয়ে বড়সড় বার্তায় জানিয়ে দেওয়া হয় এই তথ্য।

Advertisment

পন্টিংকে নিয়ে একাধিক ফটো বার্তায় দিল্লি ক্যাপিটালস অজি কিংবদন্তির বিদায় ঘোষণা করে। অন্যতম এক আবেগী বার্তায় লেখা হয়েছে, "সাত গ্রীষ্মেই প্রতিটি অনুশীলন সেশনে তুমি আগে এসেছে, বের হয়েছ সবার শেষে। সাত গ্রীষ্মেই স্ট্র্যাটেজিক টাইমআউটে তুমি ডাগআউট থেকে দৌড়ে গেছ, শেষ পর্যন্ত (উত্তেজনায়) নখ কামড়েছ।"

অন্য এক বার্তায় লেখা হয়েছে, "প্রিয় রিকি, হেড কোচ হিসেবে আপনার যাত্রা শেষ হচ্ছে। আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা ভীষণ মুশকিল। প্রতি আলোচনায় আপনি চারটি বিষয়ের কথায় জোর দিতেন- যত্ন, দায়বদ্ধতা, লড়াকু মানসিকতা এবং প্রচেষ্টা। এই বিষয়-ই আমাদের সাত বছরের একসঙ্গে পথচলার দিক নির্ণয় করেছে। সমস্ত কিছুর জন্য ধন্যবাদ কোচ।"

আরও পড়ুন: পাকিস্তানকে চূর্ণ ফের ক্রিকেটে বিশ্বজয়ী ভারত! কোহলি-রোহিতদের মতই এবার বিশ্বচ্যাম্পিয়ন যুবরাজ-পাঠানরা

মুম্বই ইন্ডিয়ান্স-এর প্রাক্তন বস রিকি পন্টিং দিল্লির দায়িত্ব নিয়েছিলেন ২০১৮-য়। এরপরে টানা দলকে কোচিং করিয়েও সাফল্যের সন্ধান দিতে পারেননি। সাতবারের মধ্যে মাত্র একবার-ই ফাইনালে পৌঁছেছে ক্যাপিটালস। সেবার মুম্বইয়ের কাছে পরাস্ত হয়ে প্ৰথমবারের মত কাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি দিল্লির।

দিল্লির বিদায়ী বার্তায় স্পষ্ট করে বলা হয়নি পন্টিং পদত্যাগ করেছেন নাকি তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে পন্টিংয়ের আমলে দিল্লির পারফরম্যান্স যে প্রত্যাশিত মানে পৌঁছয়নি, তা বলাই বাহুল্য।

গত সিজনে দিল্লি শোচনীয় শুরু করেছিল। প্ৰথম পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পান পন্থ-পন্টিংরা। এরপরে শেষ আট ম্যাচের ছয়টিতে জিতে প্লে অফের আশা জাগালেও নেট রানরেটে প্লে অফের দৌড় থেকে ছিটকে যায়। শেষমেশ দিল্লি লিগ শেষ করে ষষ্ঠ স্থানে ফিনিশ করে।

পন্টিংয়ের আকস্মিক বিদায়ে হেড কোচের আসনে বসতে পারেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। যিনি গত কয়েক বছর ধরেই দিল্লির মেন্টরের ভূমিকা পালন করছেন। বোর্ড প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পরেই মহারাজ দিল্লির মেন্টর হতে রাজি হয়েছিলেন। সৌরভের সঙ্গে দিল্লির মালিক জিন্দাল গ্রুপের সম্পর্ক বরাবর-ই ভালো। নতুন কোচের বদলে সৌরভের হাতেই দায়িত্ব অর্পণ করা হতে পারে, এমনই বলা হয়েছে একাধিক জাতীয় স্তরের প্রচারমাধ্যমে।

সৌরভ দায়িত্ব নিলে বড়সড় চ্যালেঞ্জ সামলাতে হবে তাঁকে। মেগা নিলাম হবে আগামী সিজনে। তার আগে এক বিদেশিকে ধরে রিটেনশন যদি মাত্র চারজনের হয়, তাহলে অনেক হিসেব নিকেশ করতে হবে দিল্লি ফ্র্যাঞ্চাইজিকে। দুই তরুণ বিদেশি তুর্কি জেক ফ্রেসার ম্যাকগার্ক অথবা দক্ষিণ আফ্রিকান ট্রিস্টান স্টাবসের মধ্যে একজনকে ধরে রাখতে পারবে দিল্লি। বাকি তিন দেশীয় ক্রিকেটার সম্ভবত হতে চলেছেন ক্যাপ্টেন ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল এবং স্পিনার কুলদীপ যাদব। এই তিনজনই টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলে ছিলেন।

Sourav Ganguly IPL Delhi Capitals IPL 2024
Advertisment