Advertisment

লজ্জায় মাথা হেঁট হয়েছে IPL-এ! 'বলির পাঁঠা' করে সৌরভের দিল্লিতে বাদ দুই তারকা

আইপিএল ব্যর্থতায় শাস্তির খাড়া নেমে এল দুই তারকার ওপর

author-image
Subhasish Hazra
New Update
NULL

আইপিএলে শোচনীয় পারফরম্যান্স। নবম স্থানে ফিনিশ করেছে দিল্লি ক্যাপিটালস। এরপরেই কোচিং স্টাফে বড়সড় রদবদল ঘটাল দিল্লি। অজিত আগারকার এবং শ্যেন ওয়াটসন- দুই সহকারী কোচকে ছাঁটাই করার পথে হাঁটল ক্যাপিটালস কর্তৃপক্ষ।

Advertisment

টুইট করে দিল্লি ক্যাপিটালস লিখে দেয়, "ঘর বলার মত তোমাদের একটা জায়গা থাকছে এখানে। অজিত এবং ওয়াটো- ধন্যবাদ তোমাদের অবদানের জন্য। ভবিষ্যতের জন্য শুভকামনা রইল।"

২০২২ মরশুম শুরুর আগে অজিত আগারকার দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে যোগ দেন। আপাতত তিনি বোর্ডের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে। অন্যদিকে, আইপিএলের ১৫তম সংস্করণ শুরুর আগে ওয়াটসনকে সহকারী কোচ করে আনে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

২০১৯ থেকে ২০২১-টানা তিনটে সিজন প্লে অফে পৌঁছেছিল দিল্লি। তবে আট থেকে সম্প্রসারিত হয়ে দশ দলের লিগ হওয়ার পরে দিল্লি গত দুই সিজন ধরেই প্লে অফে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছে।

হত সিজনে বল গড়ানোর আগে থেকেই দুঃসংবাদ ধাওয়া করেছিল দিল্লিকে। গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য ছিটকে যান ঋষভ পন্থ। তারকা ব্যাটারের অনুপস্থিতিতে ডেভিড ওয়ার্নারকে ক্যাপ্টেন করা হয়। ১৪ ম্যাচে গ্রুপ পর্যায়ে দিল্লির জয়ের সংখ্যা মাত্র ৫টি।

Read teh full article in ENGLISH

IPL Delhi Capitals
Advertisment