জন্মদিনে ধোনিকে নিয়ে আবেগ উজাড় করলেন সাক্ষী, দেখে নিন কী বললেন

জাতীয় দলের জার্সিতে দেড় দশক খেলে অসামান্য কৃতিত্বের অধিকারী মাহি। টি২০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেজে জয়যাত্রার শুরু। ঠিক চার বছর পর দেশকে দ্বিতীয়বার ৩৭ বছর পর বিশ্বকাপ এনে দেন।

জাতীয় দলের জার্সিতে দেড় দশক খেলে অসামান্য কৃতিত্বের অধিকারী মাহি। টি২০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেজে জয়যাত্রার শুরু। ঠিক চার বছর পর দেশকে দ্বিতীয়বার ৩৭ বছর পর বিশ্বকাপ এনে দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের বাছাই খেলার খবর: করোনা নিয়ে মুখ খুললেন সৌরভ, কোহলির স্বার্থ সংঘাত, ধোনির জন্মদিন

স্ত্রীর সঙ্গে মহেন্দ্র সিং ধোনি

প্রত্যেক জন্মদিনে আবেগঘন পোস্ট করেন সাক্ষী ধোনি। ৭ জুলাই মানেই উৎসব রাঁচির সবথেকে বিখ্যাত পরিবারে। মহেন্দ্র সিং ধোনির জন্মদিন বলে কথা। তাই বরাবরের মতোই এবারেও সাক্ষী ধোনির জন্মদিনে আবেগতাড়িত হয়ে ফেসবুকে পোস্ট করে ফেললেন।

Advertisment

জাতীয় দলের জার্সিতে দেড় দশক খেলে অসামান্য কৃতিত্বের অধিকারী মাহি। ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ জয়ের মাধ্যমে সেজে জয়যাত্রার শুরু। ঠিক চার বছর পর দেশকে দ্বিতীয়বার ৩৭ বছর পর বিশ্বকাপ এনে দেন। ২০১৫ এ ধোনির হাত ধরেই ভারত চ্যাম্পিয়ন্স লিগে জয়ী হয়। তিনটে আইসিসি ট্রফি জেতা ধোনিই দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক। অন্তত পরিসংখ্যানের বিচারে। মহাতারকার জন্মদিনে তাই গোটা দেশ কঠিন সময়েও ধোনির জন্মদিন পালন করছে। এদিন বিরাট কোহলি, রবি শাস্ত্রী, সহ তারকা ক্রিকেটাররা ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

সাক্ষী ধোনি আবার ধোনিকে নিয়ে ৯টা ছবি শেয়ার করেছেন। ধোনি নিজের বাড়িতে সরমেয়দের সঙ্গে কীভাবে সময় কাটাচ্ছেন, খেলছেন তা নিয়েই একাধিক ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন, "এই দিন মার্ক করে রাখলাম। আরো একটা বছর চলে গেল। আরও একটু বৃদ্ধ হলে তুমি। সাদা চুল একটু বাড়ল। তবে আরো বেশি স্মার্ট এবং মিষ্টি হয়ে উঠলে। তুমি এমন একজন মানুষ যে এসব সুন্দর শুভেচ্ছা ও উপহারে একটুও বিগলিত হও না।"

Advertisment

এরপরে সাক্ষী আরো লেখেন, "তোমার জীবনের আরো একটা বছর কেক কেটে, মোমবাতি নিভিয়ে সেলিব্রেট করি চলো। হ্যাপি বার্থডে, প্রিয় হাজবেন্ড।"

ধোনি জাতীয় দলের জার্সিতে প্রায় এক বছর খেলেননি। একাধিকবার অবসরের কথা উঠলেও ধোনি সেপথে হাঁটেননি। দেশ ও বিদেশের মাটিতে পরপর সিরিজে অনুপস্থিত থেকেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৬ মাস না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন। নির্বাচকরা একাধিকবার ভবিষ্যতের কথা বললেও ধোনি জাতীয় দলে ফিরতে চান। আইপিএলে পারফর্ম করেই ফের টিম ইন্ডিয়ায় ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। আসন্ন বিশ্বকাপে খেলার মানসিক প্রস্তুতিও সারা ছিল।

তবে এর মধ্যেই করোনা পরিস্থিতিতে আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য। বিশ্বে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গোটা বিশ্বে ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছেন এই ভাইরাসের কবলে পড়ে। আক্রান্তের সংখ্যাও প্রতিদিন উত্তরোত্তর বাড়ছে। এমন অবস্থায় আইপিএল স্থগিত করে দেওয়ায় পিছিয়ে গিয়েছে ধোনির প্রত্যাবর্তনও।

অন্যদিকে, আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে ইতি পরে গিয়েছে। এমনটা বলে দিয়েছেন খোদ হরভজন সিং। সুনীল গাভাস্কার, কপিল দেবরাও জানিয়েছেন, ধোনির প্রত্যাবর্তন ঘটানো বেশ কঠিন এমন অবস্থায়।

MS DHONI