করোনা-কালে মহা সিদ্ধান্ত নিলেন মহেন্দ্র সিং ধোনি। দেশে কোটি কোটি লোক আর্থিক সমস্যায় জর্জরিত। তাই ধোনি ঠিক করে নিয়েছেন, তিনি এই কঠিন পরিস্থিতিতে আর ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করবেন না। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন বিজ্ঞাপনে মুখ দেখাবেন না তিনি। বরং তিনি এই সময়ে জৈব চাষ করবেন।
২০১৯ বিশ্বকাপের পর থেকে আর বাইশ গজে দেখা যায়নি মাহিকে। খুব শীঘ্রই পরিবেশ-বান্ধব সার বাজারে আনছেন তিনি।
ধোনির ম্যানেজার এবং শৈশবের বন্ধু মিহির দিবাকর সংবাদসংস্থা পিটিআইকে জানালেন, "ধোনির রক্তে দেশপ্রেম- সেটা সেনাবাহিনীর কাজ হোক বা নিজের জমিতে জৈব চাষের ক্ষেত্রে হোক। ওঁর ৪০-৫০ একর জমি আছে। সেখানে পেঁপে, কলার মত জৈব ফল-সবজি চাষ করছে না।"
এরসঙ্গে ধোনির বিষয়ে তিনি আরো জানিয়েছেন, "যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন ধোনি কোনোরকম ব্র্যান্ড এন্ডোর্সমেন্টের কাজ করবে না। এখন সমস্ত কমার্শিয়ালের কাজ বন্ধ রেখেছে ধোনি।"
কিছুদিন আগেই ধোনিকে লকডাউনে ট্রাক্টর চালাতে দেখা গিয়েছিল। স্বরাজ ৯৬৩ এফই ট্রাক্টর কিনেছেন ধোনি। চার চাকার ড্রাইভ সিস্টেম ছাড়াও ৯৪৭৮সিসির পাওয়ারের তিন সিলিন্ডার ইঞ্জিন, এবং পাওয়ার বাড়ানো যায় ৬০-৬৫ এইচপি পর্যন্ত।
ধোনির বাজারে আসতে চলা জৈব সারের বিশেষত্ব কী! মিহির দিবাকর জানান, "আমাদের বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের প্যানেল রয়েছে। তারাই পেস্টিসাইডসের খারাপ বিষয় সম্পর্কে সবাইকে অবহিত করে এই সার প্রস্তুত করছেন। আগামী ২-৩ মাসের মধ্যেই এই সার বাজারজাত করা হবে।"
সার কোম্পানি নিও নোবাল-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে এই সার লঞ্চ করা হবে। আপাতত সেই জৈব সারই ধোনির ফার্মে টেস্ট করে দেখা হচ্ছে।
জন্মদিন কেমন কাটালেন ধোনি? বন্ধু দিবাকর জানিয়েছেন, "মাঝরাতে কথা হয়েছে। সাধারণ ব্যবসায়িক কথাবার্তা হয়েছে। ধোনি পরিবারের সঙ্গেই বাড়িতে একদম সাধারণভাবে জন্মদিন পালন করেছেন।" প্রসঙ্গত, মঙ্গলবার ধোনি ৩৯ বছরে পা দিলেন।