রবিবাসরীয় মোহালির রাত কখনই ভুলতে পারবেন না ঋষভ পন্থ। ৩৫৮ রান করেও ভারতকে হারতে হয়েছে এই ম্যাচে। বিরাট কোহলিদের হারের জন্য পন্থকে আসামীর কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন ফ্যানেরা।
কেন পন্থকে নিয়ে কাঁটাছেঁড়া চলছে? তিনি ক্যাচ হাতছাড়া করেছেন, দু’টো স্টাম্পিং মিস করেছেন। ধোনির মতো নো-লুক (না-দেখেই, দু’পায়ের মাঝখান দিয়ে বল গলিয়ে অব্যর্থ থ্রোয়ে উইকেট ছিটকে দেওয়া) স্টাম্পিং করতে গিয়েও চূড়ান্ত ব্য়র্থ হয়েছেন তিনি। পন্থ ফসকাতেই গ্যালারিতে উঠেছিল ধোনি...ধোনি...রব। এমনকি ফক্স স্পোর্টসে সাক্ষাৎকার দিতে গিয়ে এক ধারাভাষ্য়কার বললেন, "পন্থ যখনই মিস করছেন তখনই গ্যালারিতে উঠছে ধোনির নামে জয়ধ্বনি।"
আরও পড়ুন: ধোনিকে নকল করে চূড়ান্ত ব্যর্থ পন্থ, বিশ্বকাপে কার্তিককে রাখার দাবি ফ্যানেদের
ধোনির জন্য় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি পাঁচ ম্যাচের ওয়ান-ডে সিরিজের প্রথম তিন ম্যাচেই বেঞ্চে বসতে হয়েছিল পন্থকে। মাহির পরিবর্তে মোহালিতে সুযোগ পান তিনি। কিন্তু তাঁর দস্তানায় ভারতের ভরাডুবি তরান্বিত হয়।
বিশ্বকাপের আগে তরুণদের সুযোগ দেওয়ার জন্য নির্বাচকরা এই সিরিজে দীনেশ কার্তিককে রাখেননি। এমনকি এমএসকে প্রসাদদের বিশ্বকাপের ভাবনাতেও কার্তিক নেই। তাঁরা ধোনির সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে পন্থকেই ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়ার কথা ভেবেছেন। কিন্তু মোহালিতে পন্থের পারফরম্যান্স দেখার পরেই নেটিজেনরা বিশ্বকাপের দলে কার্তিককে রাখার দাবি তুলেছেন। তাঁদের মতে পন্থ ভবিষ্য়তে আরও সুযোগ পাবেন। কিন্তু দীনেশের মতো অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানই বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার যোগ্য দাবিদার।