Advertisment

আইসিসির ভ্রূকুটি, গ্লাভসে 'বলিদান' চিহ্ন রাখতে পারবেন না ধোনি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে ধোনির সবুজ উইকেট-কিপিং দস্তানায় দেখা গিয়েছিল দুটি ছুরি সম্বলিত একটি লোগো, যা দেখে মনে হচ্ছিল সেনাবাহিনীর কোনো ধরনের প্রতীক। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নিজের উইকেট-কিপিং গ্লাভসে 'বলিদান' চিহ্ন রাখতে পারবেন না মহেন্দ্র সিং ধোনি। এই মর্মে একটি বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। চলতি ক্রিকেট বিশ্বকাপে এই চিহ্ন তাঁর দস্তানায় দেখা যায় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিন।

Advertisment

বিবৃতিতে বলা হয়েছে, "বিসিসিআই-এর জবাবে আইসিসি জানিয়েছে যে আইসিসি পুরুষদের বিশ্বকাপ ২০১৯-এ গত ম্যাচে যে লোগো এম এস ধোনি প্রদর্শন করেছেন তা তাঁর উইকেট-কিপিং গ্লাভসে পরার অনুমতি নেই।"

এও বলা হয়েছে, "আইসিসির কোনো ইভেন্টের নিয়মানুযায়ী, কোনোরকম পোশাক অথবা সরঞ্জামের ওপর কোনো ব্যক্তিগত বার্তা অথবা লোগো প্রদর্শন করার অনুমতি নেই। এছাড়াও উইকেটকিপারের গ্লাভসে কী কী থাকতে পারে, সেই নিয়মও লঙ্ঘন করছে এই লোগো।"

সাউথহ্যাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে ধোনির সবুজ উইকেট-কিপিং দস্তানায় দেখা গিয়েছিল দুটি ছুরি সম্বলিত একটি লোগো, যা দেখে মনে হচ্ছিল সেনাবাহিনীর কোনো ধরনের প্রতীক।

নিয়ম অনুযায়ী উইকেট-কিপিং গ্লাভসে স্রেফ একজন স্পনসরের লোগোই থাকতে পারে। ধোনির গ্লাভসে বর্তমানে এসজি কোম্পানির লোগো রয়েছে। প্রসঙ্গত, মহেন্দ্র সিং ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। এই রেজিমেন্টের প্রতীকচিহ্নেই রয়েছে ছুরি।

MS DHONI Mahendra Sing Dhoni
Advertisment