নিজের শর্তে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে ধোনি। এমনটাই জানিয়ে দিলেন গ্যারি কার্স্টেন। ধোনির অবসর নিয়ে বুধবারই শুরু হয়েছিল জল্পনা। তারপরেই মুখ খুলেছিলেন সাক্ষী ধোনি।
এবার ধোনির অবসর নিয়ে টাইমস অফ ইন্ডিয়া-কে গ্যারি কার্স্টেন জানান, "ধোনি একজন ইনক্রেডিবল ক্রিকেটার। ক্রিকেট জ্ঞান, শান্ত ভাবমূর্তি, পাওয়ার, এথলেটিজম, এবং একজন ম্যাচ জেতানোর ক্ষমতাই ওকে বাকিদের থেকে আলাদা করেছে। আধুনিক যুগের অন্যতম সেরা ক্রিকেটার ধোনি।"
এরপরেই ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ আরো বলেছেন, "ধোনি নিজের ইচ্ছামত ক্রিকেট ছাড়ার যোগ্যতা অর্জন করেছে। কখন ওর খেলা ছাড়তে হবে তা নিয়ে কারোর কিছু বলা উচিত হবে না।"
৯ বছর আগে ধোনি-কার্স্টেন জুটিই ভারতকে দ্বিতীয়বার বিশ্বকাপ জিতিয়েছিল। কোচিং জীবনের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেছেন, "ক্রিকেট খেলা আরো চ্যালেঞ্জ এর ছিল। তবে ভারতীয় দলকে কোচিং করাতে ভালোবাসতাম। এটা আমার কেরিয়ারের অন্যতম সেরা সময় ছিল।"
ধোনি জাতীয় দলের জার্সিতে প্রায় এক বছর খেলেননি। একাধিকবার অবসরের কথা উঠলেও ধোনি সেপথে হাঁটেননি। দেশ ও বিদেশের মাটিতে পরপর সিরিজে অনুপস্থিত থেকেছেন তিনি।
তবে জাতীয় দলের জার্সিতে ৬মাস না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি। নির্বাচকরা একাধিকবার ভবিষ্যতের কথা বললেও ধোনি জাতীয় দলে ফিরতে চান। আইপিএলে পারফর্ম করেই ফের টিম ইন্ডিয়ায় ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। আসন্ন বিশ্বকাপে খেলার মানসিক প্রস্তুতিও সারা ছিল।
তবে এর মধ্যেই করোনা পরিস্থিতিতে আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্ট কাল পর্যন্ত। বিশ্বে প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গোটা বিশ্বে ইতিমধ্যেই কয়েক লাখ কাছাকাছি লোক মারা গিয়েছেন এই ভাইরাসের কবলে পড়ে। প্রায় ৬০ লক্ষ-র বেশি লোক এখনও লড়াই করছে ভাইরাসে আক্রান্ত হয়ে। এমন অবস্থায় আইপিএল অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। পিছিয়ে গিয়েছে ধোনির প্রত্যাবর্তনও।
ধোনি নিজে আপাতত ভবিষ্যৎ নিয়ে কিছু জানাননি। কবে তিনি মুখ খোলেন, সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।