New Update
আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তার বাতাবরণ। যে আইপিএলকে ধরা হচ্ছিল ধোনির কামব্যাক মঞ্চ। সেই আইপিএল ই বাতিল হওয়ার পথে। এমন অবস্থায় যারা ধোনির শেষ লিখে ফেলছেন, তাঁদের সঙ্গে অবশ্য একমত নন লক্ষীপতি বালাজি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ধোনি প্রত্যেকবার যেমনভাবে আইপিএল অনুশীলন করেন, এবারেও করেছেন। কোনো পার্থক্য চোখে পড়েনি।
Advertisment
ইন্ডিয়া টুডে কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন এই পেসার বলেছেন, "ধোনিকে ভালো অবস্থায় ফিট লেগেছে বরাবরের মতো। প্রত্যেকবার যেমন ট্রেনিংয়ে জোর দেয়, তেমন ই লেগেছে ওঁকে। গতবছর কিংবা দু বছর আগে যেমনভাবে অনুশীলন করে এসেছে এবারেও নিয়মের ব্যতয় হয়নি। ওঁর অনুশীলনে প্রস্তুতি, গভীরতা, মাইন্ডসেট একদম প্রত্যেকবারের মতো।"
চলতি বছরের আইপিএল সম্ভবত বাতিল হতে চলেছে। করোনার প্রকোপে এমনিতে ই ১৫ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছিল। তবে লক ডাউনের সময়সীমা আরো বাড়তে পারে। তাই আইপিএল বাতিল হওয়ার পথে।
জানা গিয়েছে ভারতীয় বোর্ড আপাতত কেন্দ্রীয় সরকার ও ক্রীড়ামন্ত্রকের নির্দেশের দিকে তাকিয়ে। ভিসা নিয়ে নির্দেশের পরেই আইপিএল বাতিল ঘোষণা করা হবে ১৫ এপ্রিলের পর যেদিন সরকারি ভাবে লক ডাউনের সময়সীমা শেষ হচ্ছে।
মার্চ মাসের ১৪ তারিখে বোর্ডের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের একটি বৈঠক হয়েছিল। সেখানে করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছিল। সেইসময় বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টুর্নামেন্ট কাটছাঁট করার কথা বলেছিলেন।
তবে পরিস্থিতি বর্তমানে অনেকটাই খারাপ হয়েছে। টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক বড় বড় টুর্নামেন্ট বাতিল করা হয়েছে। এই অবস্থায় কোনোভাবেই বিসিসিআই আইপিএল আয়োজন করে ঝুঁকি নিতে চায় না।
অন্যদিকে, ধোনি শেষবার জাতীয় দলের জার্সিতে খেলেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। তারপর ধোনিকে আর দেখা যায়নি আন্তর্জাতিক ক্রিকেটে। দেশে বিদেশে একাধিক সফর, সিরিজে অনুপস্থিত থেকেছেন তিনি। অবসরের জল্পনা উঠলেও তিনি আমল দেননি। আইপিএলে খেলে তিনি ফের একবার বিশ্বকাপে খেলতে চান এমনটা শোনা গিয়েছে। সেই কারণে ঝাড়খণ্ড দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছিলেন।
রাঁচিতে অনুশীলন সারার পর মার্চের প্রথম সপ্তাহে ধোনি সিএসকের আইপিএল প্রস্তুতিতে রায়না, রায়াডুদের সঙ্গে চুটিয়ে অনুশীলনও করেছেন। তবে বর্তমান পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় অনুশীলন বন্ধ করে দেওয়া হয়।
তারপর ফের একবার রাঁচি চলে গিয়েছেন ধোনি। বালাজি জানিয়েছেন, "আইপিএলের জন্য দারুনভাবে দুটো ক্যাম্প করেছিলাম আমরা। ফেব্রুয়ারিতে কন্ডিশনিং ক্যাম্প হয়েছিল। মার্চে নতুন ক্যাম্প অনুশীলন হয়েছিল। যেখানে ১০জনেরও বেশি ক্রিকেটার ছিলেন। বেশ কিছু টেকনিক, ফিটনেস ড্রিল নিয়ে আমরা খেটেছিলাম। আমরা সবাই টুর্নামেন্টে নামার জন্য তৈরি ছিলাম। তবে দুর্ভাগ্যবশত টুর্নামেন্ট পিছিয়ে দিতে হলো। এটা প্রয়োজন ছিল।"