/indian-express-bangla/media/media_files/2025/09/23/dickie-bird-and-sourav-ganguly-2025-09-23-19-18-38.jpg)
ডিকি বার্ড এবং সৌরভ গঙ্গোপাধ্যায়
Dickie Bird: ক্রিকেট ইতিহাসের কিংবদন্তী আম্পায়ার ডিকি বার্ড মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ক্লাব ইয়র্কশায়ার এই খবরটি নিশ্চিত করেছে। প্রসঙ্গত, প্রায় ১৫০ আন্তর্জাতিক ক্রিকেট ম্য়াচে আম্পায়ারিং করেছেন ডিকি। ক্রিকেট ইতিহাসে এমন নজির তিনিই প্রথম কায়েম করেছিলেন। ডিকি বার্ডের মৃত্যু সংবাদে গোটা ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।
Dickie Bird Death: শোকে ডুবল গোটা ক্রিকেট বিশ্ব, চিরঘুমের দেশে তারকা আম্পায়ার
তবে আপনারা কি জানেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে একটা স্পেশাল কানেকশন ছিল এই ব্রিটিশ আম্পায়ারের? শুধুমাত্র সৌরভ কেন, এই একই কথা প্রযোজ্য রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ক্ষেত্রেও। বুঝতে পারছেন না? তাহলে, বাকি প্রতিবেদনটা একবার পড়ে নিন।
Sourav Ganguly: কাঁধে বড় দায়িত্ব, CAB প্রেসিডেন্ট হয়ে কী কী করতে চান সৌরভ?
সৌরভের শুরু, ডিকির শেষ
সালটা ছিল ১৯৯৬। সৌরভ তখন বাংলার এক সাধারণ ক্রিকেটার। তবে ভারতীয় ক্রিকেট দলে ডেবিউ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অবশেষে এল সেই সুযোগ। ভারত বনাম ইংল্যান্ড (India vs England) সিরিজের লর্ডস টেস্টে এল সুযোগ। এই একই ম্য়াচে অভিষেক হয়েছিল টিম ইন্ডিয়ার আরও এক তরুণ ক্রিকেটারের। পরবর্তীকালে যাঁকে গোটা ক্রিকেট বিশ্ব ভালবেসে 'দ্য ওয়াল' নামে ডাকে। ঠিকই ধরেছেন রাহুল দ্রাবিড়। ঘটনাচক্রে এটাই ডিকি বার্ডের আম্পায়ারিং কেরিয়ারের শেষ ম্য়াচ ছিল।
Sourav Ganguly: 'বিয়ের সময় ধুতি পরেছিলাম! তারপর...', জীবনের এক অজানা গল্প ফাঁস করলেন সৌরভ
এই ম্য়াচে সৌরভ এবং রাহুল দুজনেই ঝকঝকে শতরান করেছিলেন। বলা ভাল, ক্রিকেট বিশ্বকে তাঁরা জানিয়ে দিয়েছিলেন দুই নতুন তারকার জন্ম হয়েছে, যাঁরা আগামীদিনে শাসন করবেন। ৯৬-য়ের লর্ডস টেস্টে সৌরভ এবং রাহুলকে আউট করার জন্য ব্রিটিশ ক্রিকেটাররা একাধিক ফন্দি এঁটেছিলেন। কিন্তু, কোনও ভুয়ো আবেদনেই কর্ণপাত করেননি ডিকি। একবার তো সৌরভের বিরুদ্ধে ক্যাচ আউটের জোর আবেদনও করা হয়েছিল। কিন্তু, ডিকি স্পষ্ট জানিয়ে দেন যে বলটা ব্যাটে নয় কাঁধে লেগেছে।
এই প্রসঙ্গে আরও একটি মজার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। ওই টেস্ট ম্য়াচে সৌরভের বলেই আউট হয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জ্যাক রাসেল। সেটাই ছিল ডিকি বার্ডের আম্পায়ারিং কেরিয়ারে শেষ সিদ্ধান্ত। এরপর টেস্ট ক্রিকেটে তিনি আর কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি। এমন একজন কিংবদন্তী আম্পায়ারের প্রয়াণে ক্রিকেট বিশ্ব খুব স্বাভাবিকভাবেই শোকে ডুবতে বসেছে।
অমর হয়ে গেলেন আম্পায়ার হিসেবে
১৯৭১ সালে ডিকি তাঁর আম্পায়ারিং কেরিয়ার শুরু করেন। আর এই বর্ণাঢ্য কেরিয়ারে হ্যারল্ড ডেনিস 'ডিকি' বার্ড মোট ৬৬ টেস্ট ম্য়াচ এবং ৬৯ ওয়ানডে ম্য়াচ পরিচালনা করেছিলেন। ইতিমধ্যে তিনি ৩ বিশ্বকাপেও আম্পায়ারিং করেন। ক্রিকেট ময়দানে তাঁর মিষ্টি ব্যবহার এবং সঠিক সিদ্ধান্তের কারণে যথেষ্ট সম্মান অর্জন করেছিলেন। ১৯৭১ সালে ডিকি তাঁর আম্পায়ারিং কেরিয়ার শুরু করেন।
ইয়র্কশায়ার ক্রিকেট কাউন্টি ক্লাবের হয়ে তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটও খেলতেন। ইয়র্কশায়ার ছাড়া ডিকি বার্ড লিসেস্টারশায়ারের হয়েও কাউন্টি ক্রিকেট খেলেছেন। প্রথম জীবনে ডিকি বার্ড ফুটবল খেলতেন। চোটের কারণ সেই খেলা তাঁকে ছাড়তে হয়। পরবর্তীকালে শুরু করেন ক্রিকেট খেলা। আর শেষপর্যন্ত অমর হয়ে গেলেন কিংবদন্তী আম্পায়ার হিসেবে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us