Advertisment

মেসি কখনই নেতা নয়, ম্যাচের আগে কুড়িবার শৌচালয় যায়: মারাদোনা

৯৮৬ সালে আর্জেন্তিনাকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক সাফ বলে দিলেন যে, এলএম টেন কখনই একজন প্রকৃত নেতা নন এবং তাঁকে যেন ফুটবলের ভগবান না-ভাবা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Messi

মেসি কখনই নেতা নয়, ম্যাচের আগে কুড়িবার শৌচালয় যায়: মারাদোনা (ছবি-টুইটার)

কিছুদিন আগেই লিওনেল মেসিকে জাতীয় দলে না-ফেরার পরামর্শ দিয়েছিলেন দিয়েগো মারাদোনা। এবার ফুটবল ঈশ্বর আর্জেন্তাইন রাজপুত্রকে একহাত নিলেন। ১৯৮৬ সালে আর্জেন্তিনাকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক সাফ বলে দিলেন যে, এলএম টেন কখনই একজন প্রকৃত নেতা নন এবং তাঁকে যেন ফুটবলের ভগবান না-ভাবা হয়।

Advertisment

ফক্স স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মারাদোনা বললেন, “মেসিকে নেতা বানানোর চেষ্টা করাটাই ভুল। যে ম্যাচের আগে কুড়িবার শৌচালয় যায়, সে কখনই নেতা হতে পারে না। কোচ আর খেলোয়াড়দের সঙ্গে কথা বলার আগে প্লেস্টেশনে ডুবে থাকে ও। সে কি না মাঠে নেতা! ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে সেরাদের আসনে বসতে পারে। কিন্তু কখনই নেতা নয়। ক্লাব ফুটবলে আর দেশের জার্সিতে মেসি আলাদা ফুটবলার বলেই মন্তব্য ‘হ্যান্ড অফ গড’-এর। তাঁর সংযোজন, “মেসিকে ভগবান বানানোটা বন্ধ করুন। বার্সেলোনার জন্য মেসি মেসি। কিন্তু আর্জেন্তিনার জার্সিতে ও অন্য ফুটবলার। মেসির মধ্যে থেকে মেসিটাকে বার করে আনার জন্য নেতৃত্বটা সরিয়ে রাখতে হবে।”

আরও পড়ুন: মেসির অবসর নিয়ে মুখ খুললেন মারাদোনা

অন্যদিকে গত সপ্তাহে ফুটবলের আরেক কিংবদন্তি পেলে মেসি-রোনাল্ডোর তুলনায় বলেছিলেন, “দু’জনের মধ্যে তুলনা করা খুবই কঠিন। মেসির খেলার শৈলী আলাদা। আবার রোনাল্ডো ওঁর নিজের স্টাইলে খেলে। অনেকে আমার সঙ্গে জর্জ বেস্টের তুলনা করত একটা সময়। কিন্তু আমাদের দু’জনের স্টাইল আলাদা ছিল। সেন্টার ফরোয়ার্ড এ রোনাল্ডো অনেক বেশি সচ্ছন্দ। আবার মেসি খুব সংগঠিত।"

রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পর মেসি অবসর নেবেন বলেই শোনা গিয়েছিল। বিশ্বকাপের পর একটিও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্তিনার জার্সিতে দেখা যায়নি এলএম টেনকে। ২০১৬ সালে কোপা অ্যামেরিকার শতবর্ষের আসর ছিল। ফাইনালে আর্জেন্তিনা ব্যর্থ হওয়ার পরে আন্তর্জাতিক ফুটবল থেকে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। যদিও সেবার অবসর ভেঙে নীল-সাদা জার্সিতে ফিরেছিলেন মেসি। তাঁর ফেরার অপেক্ষায় ফুটবলবিশ্ব।

Advertisment