Advertisment

আইপিএল না হলে ধোনির পক্ষে জাতীয় দলে ফেরা কঠিন, মানছেন এই সতীর্থ

ধোনি জাতীয় দলের জার্সিতে প্রায় এক বছর খেলেননি। একাধিকবার অবসরের কথা উঠলেও ধোনি সেপথে হাঁটেননি। দেশ ও বিদেশের মাটিতে পরপর সিরিজে অনুপস্থিত থেকেছেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
ms dhoni ipl 2020

এম এস ধোনি। ফাইল ছবি

ফের আরেকবার প্রশ্নের মুখে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ। আইপিএল-এ দুরন্ত পারফরমেন্স না দেখাতে পারলে জাতীয় দলে ধোনির প্রত্যাবর্তন অনিশ্চিত, একথা মানছেন তাঁর একদা সতীর্থ গৌতম গম্ভীর। তিনি সাফ জানাচ্ছেন, আইপিএল না হলে ভারতের জার্সিতে ধোনির ফেরার সম্ভাবনা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি এমন মন্তব্য করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তও।

Advertisment

ধোনি জাতীয় দলের জার্সিতে প্রায় এক বছর খেলেননি। একাধিকবার অবসরের কথা উঠলেও ধোনি সেপথে হাঁটেননি। দেশ ও বিদেশের মাটিতে পরপর সিরিজে অনুপস্থিত থেকেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ৬মাস না খেলায় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েছেন তিনি। ২০১৯ সালে নিউজিল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে শেষ খেলেছিলেন তিনি।

এরপর আইপিএল খেলার লক্ষ্যে চেন্নাই সুপার কিংসের হয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে তাঁকে নেট প্র্যাকটিস করতেও দেখা যায়। আইপিএলে পারফর্ম করেই ফের টিম ইন্ডিয়ায় ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। আসন্ন বিশ্বকাপে খেলার মানসিক প্রস্তুতিও সারা ছিল। কিন্তু সব কিছুতে এবার বাঁধ সাধল করোনা। এই অতিমারীতে স্থগিত হয়েছে আইপিএল।

ধোনির বদলি হয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছে কে এল রাহুল। সে প্রসঙ্গে গম্ভীর বলেন, "রাহুল কখনই ধোনির বিকল্প নয়। তবে ব্যাটিংয়ের তিন কিংবা চার নম্বর পজিশনের জন্য যথেষ্ট ভালো। আইপিএল না হলে ধোনির জন্য সে জায়গাটাও চলে যাবে। এখানে দেশের জন্য খেলতে হয়। তাই পারফরম্যান্স যার ভালো, দলে জায়গা করতে শেষ হাসি হাসবে সেইই ।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

MS DHONI IPL
Advertisment