Digvesh Rathi Celebration: ইতিমধ্যে জমে উঠেছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ। ২০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বই (Lucknow Super Giants vs Mumbai Indians live updates) ইতিমধ্যে তিন উইকেট হারিয়ে ১০০ রানের চৌকাঠ টপকে গিয়েছে। এই ম্যাচে মুম্বইয়ের হয়ে দুর্দান্ত ইনিংস উপহার দিলেন নমন ধীর। ফার্স্ট ডাউনে ব্যাট করতে নেমে ২৪ বলে ৪৬ রান করেন তিনি। পদবী ধীর হলেও যথেষ্ট দ্রুত গতিতে রান তুললেন মুম্বইয়ের এই ব্যাটার। তাঁর ব্যাট থেকে ৪ চার এবং ৩ ছক্কা বেরিয়ে এসেছে। ১৯১-এর স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি।
কিন্তু, এই দুরন্ত ইনিংসের শেষপর্যন্ত পরিসমাপ্তি ঘটে। মাত্র চার রানের জন্য নমন হাফসেঞ্চুরি মিস করেন। তাঁর উইকেট শিকার করলেন দিগ্বেশ রথী। দিগ্বেশের গুগলি একেবারে বুঝতেই পারলেন না নমন। ক্লিন বোল্ড হয়ে যান তিনি। আর উইকেট শিকার করতে না করতেই তিনি একেবারে নিজস্ব স্টাইলে সেলিব্রেশন করলেন। কাকে যেন একটা চিঠি লিখলেন তিনি। অনেকে আবার খোরাক করে এটাকে প্রেমপত্র বলতেও শুরু করেছেন।
দিগ্বেশ রথীর সেলিব্রেশন আদৌ যুক্তিগ্রাহ্য?
কিন্তু, ক্রিকেটকে (IPL 2025 ) বরাবরই বলা হয় জেন্টলম্যান'স গেম। এমন আগ্রাসী কোনও সেলিব্রেশন ক্রিকেট খেলায় মানায় না। গত মরশুমে মায়াঙ্ক আগরওয়ালের উইকেট শিকার করার পর কলকাতা নাইট রাইডার্সের পেস তারকা হর্ষিত রানা ফ্লাইং কিস দিয়েছিলেন। এরপর আইপিএল ম্যানেজমেন্ট তাঁকে জরিমানার পাশাপাশি এক ম্যাচ নির্বাসিতও করেছিল। লখনউয়ের গত ম্যাচেও দিগ্বেশ এমন সেলিব্রেশন করেছিল। সেইসময় তাঁকে সাবধান করা হয়েছিল। কিন্তু, সাবধানবাণীতে কর্ণপাত করেননি তিনি। মুম্বইয়ের বিরুদ্ধেও একই দৃশ্য দেখতে পাওয়া গেল।
কী বললেন ঝুলন-শ্রীবৎস?
এই ম্যাচে জিও হটস্টার বাংলায় কমেন্ট্রি করছেন বাংলার কিংবদন্তী ক্রিকেটার ঝুলন গোস্বামী। তিনি অবশ্য বললেন, কোনও সেলিব্রেশনের বিপক্ষে নন তিনি। কিন্তু, যতক্ষণ না পর্যন্ত বিপক্ষ ক্রিকেটারের আবেগকে আঘাত করছে। এই একই সুরে সুর মিলিয়েছেন শ্রীবৎস গোস্বামীও। তাঁর কথায়, সেলিব্রেশন আসলে আবেগের বহিপ্রকাশ। এরমধ্যে তিনি খারাপ কিছু দেখতে পাচ্ছেন না। তবে অবশ্যই যদি না সেটা বিপক্ষ ব্যাটারের আবেগকে আঘাত করছে। এমনকী তিনি তো এও বলে বসেন, দিগ্বেশের এই সেলিব্রেশন অনৈতিক হয়, তাহলে তো বিরাট কোহলির প্রত্যেকটা সেলিব্রেশনকে অনৈতিক বলতে হবে। যদিও এই বিষয়টা এড়িয়ে যান ঝুলন।