Advertisment

দেশের আগে কি আইপিএল! রোহিতকে ধুয়ে দিলেন বেঙ্গসরকার

অস্ট্রেলিয়াগামী সফরে তিন ফরম্যাটের দল বেছে নেওয়া হয়েছে। তবে সেই নির্বাচনের ভেষজ কয়েকদিন অতিক্রান্ত হলেও রোহিতের বাদ পড়া নিয়ে আলোচনা থামছে না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফিটনেস নিয়ে এবার চরম বিতর্কের মুখে রোহিত শর্মা। বোর্ডের নিষেধাজ্ঞা অমান্য করেই মুম্বইয়ের জার্সিতে গ্রুপ পর্বের শেষ আইপিএল ম্যাচে নেমেছিলেন রোহিত শর্মা। তারপরেই এবার হিটম্যানকে তোপ দাগলেন প্রাক্তন প্রধান নির্বাচক দিলীপ বেঙ্গসরকার।

Advertisment

সরাসরি বলে দিলেন, "জাতীয় দলের সবথেকে কমপ্লিট ব্যাটসম্যান রোহিতকে কিছুদিন আগেই অস্ট্রেলিয়া সফরের জন্য টিম ইন্ডিয়ার ফিজিও নীতিন প্যাটেল আনফিট ঘোষণা করেছিলেন। সেই রোহিতই আইপিএলে মুম্বইকে নেতৃত্ব দিতে নেমে পড়ল!"

আরো পড়ুন: সৌরভের নিষেধ কানে নিলেন না রোহিত, নিজেকে ঠেললেন চরম বিপদের মুখে

তারপরেই বেঙ্গসরকারের তোপ, "এখন প্রশ্ন হল, রোহিতের কাছে কী জাতীয় দলের থেকেও আইপিএলে খেলা গুরুত্বপূর্ণ? বিসিসিআই কি এই বিষয়ে কোনো স্টান্স নেবে? নাকি বোর্ডের ফিজিও রোহিতের চোট ঠিকমত অনুধাবন করতে পারেননি?"

গতকাল-ই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিষেধ করেছিলেন। তবে সেই নিষেধাজ্ঞার উড়িয়েই আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেন রোহিত শর্মা। হায়দরাবাদের বিরুদ্ধে টস করতে দেখা যায় হিটম্যানকে।

গত মাসের ১৮ তারিখে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। তারপর চার ম্যাচে অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন কায়রণ পোলার্ড। ধরা হয়েছিল রোহিত যদি আইপিএলে খেলেনও, তাহলে প্লে অফেই একেবারে নামবেন হয়ত। তবে আগেই প্লে অফ নিশ্চিত করে ফেলা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে কার্যত নিয়মরক্ষার এই ম্যাচে রোহিত কেন নামলেন, তা নিয়েই প্রশ্ন ওঠে গিয়েছে। টস করার সময় রোহিতকে জিজ্ঞাসা করা হয়, তিনি ফিট কিনা! তারকার জবাব, “হ্যাঁ, মনে তো হচ্ছে ফিট।”

রোহিতকে নিয়ে সৌরভ সংবাদসংস্থা পিটিআইকে বলেছিলেন, “ও যে আবার চোট পাক, তা কেউই চায় না। ওর হ্যামস্ট্রিংয়ে চোট আছে। সেটা আরও খারাপ অবস্থায় পৌঁছে যাবে। সেরকম হলে ওর ফিরতে আরো বেশি সময় লাগবে।”

এর পরে সৌরভ সর্তকতার বার্তা দিয়ে বলেন, “জাতীয় দলের ফিজিও নীতিন প্যাটেল মুম্বইয়ে রয়েছেন। রোহিত নিজেও জানে শুধু আইপিএল কিম্বা পরের সিরিজ-ই নয়, ওর সামনে দীর্ঘ কেরিয়ার অপেক্ষা করছে। আমি নিশ্চিত নিজের অবস্থা পর্যালোচনা করার মত প্রাপ্তবয়স্ক ও।”

বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ফিজিও নীতিন প্যাটেল তিন সপ্তাহ বিশ্রামের নিদান দিয়েছিলেন। সেই অনুযায়ী, আইপিএলের ফাইনালের আগে মাঠে দেখা পাওয়া যেত না রোহিতকে। তবে একসপ্তাহ আগেই মাঠে নামলেন তারকা ক্রিকেটার। মুম্বই ফিজিওর রিপোর্ট পাওয়ার পরই নির্বাচকরা অস্ট্রেলিয়া সফরে রোহিতকে না রাখার সিদ্ধান্ত নেন। বোর্ডের পক্ষ থেকে শুধু বলা হয়েছিল, রোহিতের ফিটনেসের উন্নতিতে নজর রাখবে বোর্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL Rohit Sharma
Advertisment