Dimitrios Petratos Tattoo: দিমিত্রিয়স পেত্রাতোস। মোহনবাগান (Mohun Bagan) সমর্থকদের কাছে আলাদা করে দেওয়ার দরকার নেই। সোনি নর্ডি পরবর্তী জমানায় যদি কোনও ফুটবলার বাগান সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিচে পারেন, তাহলে তিনি অবশ্যই পেত্রাতোস।
সবুজ-মেরুন সমর্থকরা যেমন এই অজি স্ট্রাইকারকে অফুরান ভালোবেসেছে, ঠিক তেমনই নিজের দায়িত্বে অবিচল থেকেছেন দিমিও। যখনই মোহনবাগান বিপদে পড়েছে, তখনই গোল করে মান বাঁচিয়েছেন দলেন। আর সেকারণেই সমর্থকের প্রাণভ্রমরা হয়ে উঠেছেন দিনে দিনে।
সম্প্রতি দিমি এমন একটি কাজ করেছেন, যা দেখে বাগান সমর্থকদের শ্রদ্ধা তাঁর প্রতি আরও বেড়ে গিয়েছে। আসলে এই অজি ফুটবলার নিজের ডান পায়ে একটি উল্কি করিয়েছেন। সেখানে লেখা রয়েছে ৯২:৪৯। এই সংখ্যাটির মাহাত্ম্য কী? কেনই বা আপামর বাগানপ্রেমীরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন? আসুন সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করা যাক।
আসলে, চলতি Indian Super League (ISL)-য়ে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giants) শিল্ড জয় করেছে। এই নিয়ে টানা দ্বিতীয়বার বাগানের ক্যাবিনেটে লিগ শিল্ড জমা পড়ল। এফসি গোয়াকে হারানোর পর ISL শিল্ড দলের হাতে তুলে দেওয়া হলেও, ওড়িশা ম্য়াচেই তা নিশ্চিত হয়ে গিয়েছিল। আর এই ম্য়াচের ৯২ মিনিট ৪৯ সেকেন্ডে জয়সূচক গোলটি করেছিলেন দিমিত্রিয়স পেত্রাতোস।
মোহনবাগান বনাম ওড়িশা এফসি
একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসি-র বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। গোটা ম্য়াচের রেগুলেশন টাইমে কোনও দলই গোল করতে পারেনি। অনেকেই আশঙ্কা করছিলেন, এই ম্য়াচের পরিণতি হয়ত ড্র হতে চলেছে। এমনই আশঙ্কার মাঝখানে আচমকা জ্বলে উঠেছিলেন দিমিত্রিয়স পেত্রাতোস। ৯২ মিনিট ৪৯ সেকেন্ডে একেবারে পিকচার পারফেক্ট ফিনিশ করলেন তিনি। ডানপ্রান্ত থেকে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শট কার্যত বুলেট গতিতে ওড়িশার জালে আছড়ে পড়ে। আর সেইসঙ্গে নিশ্চিত হয়ে যায় মোহনবাগানের লিগ শিল্ডও।