Karthik apologises for Dhoni blunder: ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দীনেশ কার্তিক নিজের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছিলেন। তবে সেই এগারোয় ঠাঁই হয়নি মহেন্দ্র সিং ধোনি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মত মহারথীর। তবে সপ্তাহ খানেক পেরোতে না পেরোতেই নিজের ভুল স্বীকার করে নিলেন ডিকে। বলে দিলেন, ধোনিকে না রাখাটা বড় ভুল। ঘটনা হল, স্রেফ ধোনিই নয়, নিজের একাদশে কোনও উইকেটকিপারের নামই উল্লেখ করেননি তিনি।
ক্রিকবাজ-কে কার্তিক এরপরে বলে দিয়েছেন, "ভাইয়েরা, বড় ভুল হয়ে গিয়েছে। সত্যি সত্যি এটা একটা ভুল।" তাঁর একাদশ বাছাইয়ের পরেই প্রশ্ন উঠে গিয়েছিল, তাহলে কি রাহুল দ্রাবিড়কে তিনি বাছাই করেছেন কিপার-ব্যাটারের ভূমিকায়। "পুরো এপিসোড যখন সম্প্রচারিত হয়েছিল, তখন বুঝতে পারি ভুল হয়েছে। আমি যখন সেরা এগারো বাছাই করি, তখন অনেক ঘটনা ঘটছিল। আমি উইকেটকিপার নির্বাচন করতেই ভুলে গিয়েছিলাম। সৌভাগ্যবশত আমার দলে দ্রাবিড় রয়েছেন। সকলেই ভাবছেন আমি কি পার্টটাইম কিপার নিয়ে নামব? কিন্তু আমি মোটেই দ্রাবিড়কে কিপার হিসাবে ভাবি না। এটা আমার ভুল ছিল।"
"স্পষ্ট করে বলা যাক, থালা ধোনি আমার একাদশে তিন ফরম্যাটেই নিশ্চিত। ও সর্বকালের অন্যতম সেরাদের একজন। যদি আমাকে একাদশ পুনরায় বাছতে হয়, তাহলে ধোনি সাত নম্বরে নামবে। যে ভারতীয় দলই হোক না কেন, ও তার অধিনায়ক হবে।"
ওপেনিংয়ে দীনেশ কার্তিকের পছন্দ ছিল বীরেন্দ্র শেওয়াগ এবং রোহিত শর্মা। তিন নম্বরে মিস্টার রাহুল দ্রাবিড়। চার এবং পাঁচ নম্বরে শচীন তেন্ডুলকর এবং বিরাট কোহলি। ২০০৭ এবং ২০১১-য় জোড়া বিশ্বকাপ জয়ের নায়ক যুবরাজ সিংকেও রেখেছেন তিনি। সঙ্গে অলরাউন্ডার হিসাবে রাখা হয়েছিল রবীন্দ্র জাদেজাকে।
বোলিং বিভাগে রয়েছেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলে। দুই পেসারের কোটায় জায়গা পেয়েছেন জাহির খান এবং জসপ্রীত বুমরা।