Advertisment

আইপিএল ২০১৮: এবার কি স্টাম্পিংয়ে ধোনিকে মাত দিলেন কার্তিক? ভিডিও দেখুন

সাধারণত মহেন্দ্র সিং ধোনি ঠিক যেরকম ক্ষিপ্রতায় স্টাম্প করে থাকেন, কার্তিকের স্টাম্পিংও প্রায় সেরকমই ছিল এই ম্যাচে। কার্তিকের এই স্টাম্পিং দেখার পরে তাঁর সঙ্গে ধোনির তুলনা টানছে সোশ্য়াল মিডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Dinesh Karthik Gives MS Dhoni Tough Competition, Pulls Off Lightening-Fast Stumping — Watch

এবার কি স্টাম্পিংয়ে ধোনিকে মাত দিলেন কার্তিক? ভিডিও দেখুন এবার কি স্টাম্পিংয়ে ধোনিকে মাত দিলেন কার্তিক? ভিডিও দেখুন এবার কি স্টাম্পিংয়ে ধোনিকে মাত দিলেন কার্তিক? ভিডিও দেখুন এবার কি স্টাম্পিংয়ে ধোনিকে মাত দিলেন কার্তিক? ভিডিও দেখুন

জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দীনেশ কার্তিকের স্টাম্পিংটা দেখেছেন ? বিদ্যুৎ ঝলকে উড়ে গিয়ে স্টাম্প আউট করেছেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। সাধারণত মহেন্দ্র সিং ধোনি ঠিক যেরকম ক্ষিপ্রতায় স্টাম্প করে থাকেন, কার্তিকের স্টাম্পিংও প্রায় সেরকমই ছিল এই ম্যাচে। কার্তিকের এই স্টাম্পিং দেখার পরে তাঁর সঙ্গে ধোনির তুলনা টানছে সোশ্য়াল মিডিয়া। এই প্রতিবেদনের সঙ্গে কার্তিকের সেই চর্চিত স্টাম্পিংয়ের ভিডিও ক্লিপটি দেওয়া রইল। দেখে আপনি বিচার করুন ধোনিকে কি স্টাম্পিংয়ে সত্যিই মাৎ দিলেন কার্তিক?

Advertisment

রাজস্থানের হয়ে দুরন্ত ফর্মে খেলছিলেন ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে। আইপিএল-এর প্রথম ক্রিকেটার হিসেবে তিনি পরপর চার বলে চারটি চার মারলেন। তাও আবার সুনীল নারিনের বলে। এরপরে সপ্তম ওভারে নীতীশ রানাকে নিয়ে আসেন কার্তিক। রানার বল স্টেপ-আউট করে মারতে উদ্যত হন রাহানে। কিন্ত বল রাহানের প্যাডে প্রতিহত হয়ে চলে আসে কার্তিকের কাছে। রাহানে বোঝার আগেই তাঁর উইকেটটা নিয়ে নেন কার্তিক। এক মুহূর্তও নষ্ট না-করে  শূন্যে শরীর ভাসিয়ে দুরন্ত স্টাম্পিং করেন তিনি। একথা বললে অত্যুক্তি হবে না যে. ম্যাচে রাহানের আউটটা মোড় ঘুরিয়ে দিয়েছিল। ১৯ বলে পাঁচটি চার ও একটি ছয়ের সুবাদে ৩৬ করে ফেলেছিলেন রাহানে। বলাই বাহুল্য যে, ফর্মে তিনি ব্যাট করছিলেন তাতে ক্রিজে আরও কিছু সময় কাটালে স্কোরবোর্ড রান লাফিয়ে লাফিয়ে বাড়ত।

রাহানে অতীতেও এরকম স্টাম্পিং করেছেন। সেই ভিডিও দেওয়া রইল নিচে

এক ঝলকে কার্তিকের আইপিএল প্রোফাইল

পুরো নাম-কৃষ্ণকুমার দীনেশ কার্তিক

জন্ম    ১ জুন ১৯৮৫, চেন্নাই

বয়স ৩২ বছর

টিমে  ভূমিকা   উইকেটকিপার-ব্য়াটসম্যান

ব্য়াটিং স্টাইল    ডান হাতি

আইপিএল অভিষেক ২০০০৮

প্রথম দল মুম্বই ইন্ডিয়ান্স

২০১৪ থেকে কেকেআর-এর জার্সিতে খেলছেন।

আইপিএল-এ ১৫২ ম্যাচে ২৯০৩ রান করেছেন। সর্বোচ্চ ৮৬ রান।

নিদাহাস ট্রফির ঐতিহাসিক ফাইনালের পর আইপিএল ইলেভেনে আরও বেশি করে চোখ থাকবে দীনেশ কার্তিকের দিকেই। আইপিএল-এর অন্যতম ধারাবাহিক উইকেটকিপার-ব্য়াটসম্যান তিনি। গৌতম গম্ভীরের জুতোতেই পা গলিয়েছেন দীনেশ। কেকেআর-এর সৌজন্যে আইপিএল-এ এই প্রথম পাকাপাকি অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ৭.৪ কোটি টাকায় গুজরাত লায়ন্স থেকে এই মরশুমে শাহরুখ খানের দলে এসেছেন দীনেশ।

Dinesh Karthik IPL 2018 MS DHONI
Advertisment