Advertisment

Dinesh Kartik all-time playing XI: সৌরভ-ধোনি দুজনই বাতিলের খাতায়, কার্তিকের সেরা তালিকায় নেই জোড়া কিংবদন্তি

Dinesh Karthik: কার্তিক আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর-কাম-ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sourav Ganguly, MS Dhoni, Dinesh Karthik, সৌরভ গাঙ্গুলি, এমএস ধোনি, দীনেশ কার্তিক

Sourav Ganguly-MS Dhoni-Dinesh Karthik: বামদিকে সৌরভ এবং ধোনি, ডানদিকে কার্তিক। (ছবি- টুইটার)

Dinesh Karthik's all-time playing XI: সর্বকালের সেরা একাদশ বাছতে গিয়ে তাতে সৌরভ গঙ্গোপাধ্যায়, এমএস ধোনি, ভিভিএস লক্ষ্ণণদের বাদ দিলেন দীনেশ কার্তিক। ২০০৪ সালে ভারতীয় ক্রিকেটে দীনেশ কার্তিকের অভিষেক হয়। ভারতীয় ক্রিকেট সম্পর্কে তাঁর সেই দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতেই কার্তিক ভারতীয় ক্রিকেটে তাঁর সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন। এই সংক্রান্ত ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে: 'ডিকের শীর্ষ একাদশে সদস্যদের তালিকা'। কার্তিক জানিয়েছেন, তালিকায় সবাইকে অন্তর্ভু্ক্ত করা তাঁর পক্ষে সম্ভব নয়। সেই জন্য তিনি সবাইকে তাঁর শীর্ষ একাদশে রাখেননি। একাদশে উল্লেখযোগ্য অনুপস্থিত ক্রিকেটারদের মধ্যে অনেকেই কার্তিকের সঙ্গে জাতীয় দলে খেলেছেন। তাঁরা হলেন- সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ এবং এমএস ধোনি।

Advertisment

কার্তিক ২০০৪ সালে গৌতম গম্ভীর, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র শেওবাগ, শচীন তেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি জাতীয় দলে থাকাকালীন ভারতীয় দলেরহয়ে ক্রিকেটে পা রেখেছিলেন। তাঁর কথায়, 'আমি বীরেন্দ্র শেহবাগ এবং রোহিত শর্মার সঙ্গে ওপেন করব। শুধু ভারত নয়, এই বাছাই ক্রিকেট ফরম্যাটে অত্যন্ত ভালো একটিও পেনিং কম্বিনেশন। তিন নম্বরে নামবেন রাহুল দ্রাবিড়। চার নম্বরে শচীন তেণ্ডুলকার। পাঁচ নম্বরে বিরাট কোহলি। ছয় নম্বরে, দু'জন অলরাউন্ডারের নাম আমার মাথায় ঘুরছিল। শেষ পর্যন্ত যুবরাজ সিং-কে বেছে নিয়েছি। সাত নম্বরে রবীন্দ্র জাদেজা, ৮ নম্বরে রবিচন্দ্রন অশ্বিন, ৯ নম্বরে অনিল কুম্বলে, ১০ নম্বরে জসপ্রিত বুমরাহ, ১১ নম্বরে জাহির খান।'

কার্তিক বলেন, 'এই দলে দ্বাদশ ব্যক্তি হবেন হরভজন সিং। আমি অনেক খেলোয়াড়কেই বাদ দিয়েছি। গৌতম গম্ভীর সম্পর্কে একথা বলা যেতে পারে। তবে আমি মনে করি যে একটা একাদশে সবাইকে জায়গা দেওয়া কঠিন। আর, আমি তো একটা সর্বকালের সেরা একাদশ বেছে নিচ্ছি।'

আরও পড়ুন- বাংলাদেশকে ঘরের মাঠে থেঁতলে দিতে বড় ঘোষণা পাকিস্তানের, ভয় ধরানো প্ৰথম ১১ নামাচ্ছেন শাহিন-মাসুদরা

প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক সম্প্রতি দক্ষিণ আফ্রিকা টি২০ (SA20)-এর তৃতীয় মরশুমে পার্ল রয়্যালসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। যা তাঁকে ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া দক্ষিণ আফ্রিকান ক্রিকেট লিগে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে পরিণত করেছে। ৩৯ বছরের কার্তিক, জুন মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন। এবছর তারপর তিনি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মেন্টর-কাম-ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট লিগে খেলা প্রসঙ্গে কার্তিক বলেছেন, 'দক্ষিণ আফ্রিকায় খেলার এবং সফরের অনেক স্মৃতি আমার আছে। যখন সেই সুযোগটি এসেছিল, আমি না বলতে পারিনি। কারণ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসা এবং রয়্যালসের হয়ে এই অসাধারণ প্রতিযোগিতায় জয়লাভ করাই ছিল আমার লক্ষ্য।' কার্তিক ভারতের হয়ে তিন ফরম্যাটে মোট ১৮০টি ম্যাচ খেলেছেন।

Sourav Ganguly MS DHONI Dinesh Karthik Cricket News
Advertisment