Hardik Pandya sledging: আইপিএলে এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়ার সঙ্গেই দীনেশ কার্তিক নিজের আইপিএল কেরিয়ারে অবসর ঘোষণা করেছেন। লম্বা কেরিয়ারে উত্থান পতন প্রত্যক্ষ করেছেন। স্লেজিংয়ের মুখেও পড়েছেন।
ক্রিকবাজ-কে সাক্ষাৎকার দেওয়ার সময় কার্তিক পুরোনো ঘটনা স্মরণ করেছেন যাতে জড়িত স্বয়ং মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
হার্দিক কীভাবে স্লেজিং করতেন, সেই অভিজ্ঞতা জানিয়েছেন কার্তিক। বলেছেন, "হার্দিক আমাকে স্লেজ করতে বলত, 'এখন লেগ স্পিনার এসেছে। থ্যাঙ্ক ইউ বলতে হবে।' এটা ভালো ছিল। ও খুব ভালো বন্ধু। তারপর যখন বেশ কয়েকটা শট হাঁকাতাম, তখন ও বলত, 'মনে হয় কিছুটা (ব্যাটিংয়ে) উন্নতি হয়েছে।' তারপর বলত, 'ধারাভাষ্যকার হয়েও কাজ করে চলেছে। এটা মজার ছিল। রোহিত শর্মাও এবার আমাকে ব্যঙ্গ করেছে...অহেতুক আমাকে আশা দিত।"
দীর্ঘ কেরিয়ারে কার্তিক যে দুটো সবথেকে বড় প্রশংসা পেয়েছেন, তার মধ্যে সেরা দুই প্রাক্তন অধিনায়ক ধোনি এবং আরসিবি সতীর্থ বিরাট কোহলির কাছ থেকে। কার্তিক জানিয়েছেন, "অনেক ভালোবাসা পেয়েছি। এর মধ্যে একটা হল, কোহলি একবার বলেছিল, ও আমাকে আরসিবি দলে সতীর্থ হিসাবে দেখতে চায়। এই প্রশংসা বেশ ভালো ছিল। ধোনি বলত, তোমার কমেন্ট্রি খুব ভালো লাগছে। দারুণ হচ্ছে। ধোনির কাছ থেকে এই প্রশংসা পাওয়া সত্যিই ভালো।"
আরসিবি একসময় লিগ পর্বে তলানিতে চলে গিয়েছিল। তারপর টানা ছয় জয়ে প্লে অফ খেলা নিশ্চিত করে তারকা খচিত দল। আরসিবির এই দুর্ধর্ষ পারফরম্যান্সের নেপথ্যে কার্তিকের অবদান কম নয়। ১৫ ম্যাচে কার্তিক ৩২৬ রান করেছেন অবিশ্বাস্য ১৮৬.৩৬ স্ট্রাইক রেটে।
কার্তিককে আপাতত টি২০ বিশ্বকাপে ধারাভাষ্য করতে দেখা যাবে।