/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/team-india-0.jpg)
USA vs India Playing 11: বিশ্বকাপে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া (বিসিসিআই টুইটার)
Dinesh Karthik joins Paarl Royals in SA20 League:আইপিএল শেষের পরেই পেশাদারি সমস্ত পর্যায়ের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দীনেশ কার্তিক। তবে অবসরের সিদ্ধান্ত ফিরিয়ে নিলেন তিনি। এবার তাঁকে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার SA20 লিগে অংশ নিতে। খেলবেন পার্ল রয়্যালস-এর হয়ে। ফ্র্যাঞ্চাইজির তরফে মঙ্গলবার-ই জানিয়ে দেওয়া হয় এই তথ্য।
৩৯ বছরের কার্তিক আইপিএলে শেষ সিজনে খেলেছিলেন আরসিবির হয়ে। তারপরেই বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত অবশ্য বদলে গেল কয়েক সপ্তাহের মধ্যেই। SA20 লিগে একদিন আগেই ব্র্যান্ড আম্বাসাডর নিযুক্ত হয়েছেন কার্তিক। তার একদিন পরেই এল বড় ঘোষণা।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে প্ৰথম কোনও ভারতীয় হিসাবে অংশ নেবেন তিনি। পার্ল ফ্র্যাঞ্চাইজির অন্যতম বিদেশি তারকা তিনি। বিসিসিআইয়ের তরফে বিদেশি লিগে অনুমতি দেওয়া হয় একমাত্র অবসর নিলেই। ইরফান পাঠান, ইউসুফ পাঠান, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, রবিন উথাপ্পাদের সঙ্গে অবসরপ্রাপ্ত ভারতীয় হিসাবে বিদেশি লিগে খেলার তালিকায় নাম জুড়ছে কার্তিকের। পার্ল রয়্যালস দলে কার্তিকের সঙ্গেই খেলবেন ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, আন্দিলে ফুলেকোয়েরা।
Entering the ground again as a player. This time in Africa 🇿🇦 https://t.co/Snn910oIcg
— DK (@DineshKarthik) August 6, 2024
পার্ল রয়্যালস দলে যোগ দিয়ে কার্তিক বলেছেন, "দক্ষিণ আফ্রিকায় খেলা এবং ঘুরতে যাওয়া নিয়ে প্রচুর স্মৃতি রয়েছে আমার। এবার যখন সুযোগ এল, তখন আর না বলতে পারিনি। দক্ষিণ আফ্রিকায় খেলাটা কতটা স্পেশ্যাল এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে রয়্যালসদের চ্যাম্পিয়ন করার সুযোগ হাতছাড়া করতে চাইনি।"
রয়্যালসদের ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকারা বলেছেন, "সীমিত ওভারের ফরম্যাটে দীনেশ ভারতের জার্সিতে আধুনিক সময়ের অন্যতম সেরা। ওঁর বিপুল অভিজ্ঞতা তৃতীয় সিজনে আমাদের সহায়ক হবে। যে দলের হয়েই ও খেলেছে, সেই দলের হয়েই ও নিজের অপরিহার্যতা প্রমাণ করেছে। যেভাবে ও ম্যাচের জন্য প্রস্তুতি নেয় এবং প্রভাব ফেলে তাতে ওঁকে দলে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"
কয়েক সপ্তাহ আগেই অবসরকালীন বার্তায় কার্তিক জানিয়ে দিয়েছিলেন, “গত কয়েক দিন ধরে আমি যে স্নেহ, সমর্থন এবং ভালবাসা পেয়েছি তাতে আমি অভিভূত। আমার গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ সকল সমর্থকদের যারা আমাকে এই বিশেষ অনুভূতি উপহার দিয়েছেন। অনেক ভাবনা চিন্তা করেই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম। আনুষ্ঠানিকভাবে আমার অবসর ঘোষণা করছি। ক্রিকেটীয় দিন পিছনে ফেলে আপাতত আগামী দিনের চ্যালেঞ্জের অপেক্ষায় থাকলাম।”
“আমি আমার সমস্ত কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থ এবং সাপোর্ট স্টাফের সদস্যদের ধন্যবাদ জানাতে চাই যারা এই দীর্ঘ যাত্রাকে আনন্দদায়ক করে তুলেছেন। আমাদের দেশে লক্ষ লক্ষ ক্রিকেটারের মধ্যে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। সেই জন্যই নিজেকে ভাগ্যবান মনে হয়। এখনও অবিরত ভালবাসা এবং সমর্থন পাওয়ায় আমি সত্যিই সৌভাগ্যবান।”
“আমার বাবা-মা এই সমস্ত বছর ধরে শক্তি এবং সমর্থনের স্তম্ভ হয়ে রয়েছেন আমার। এবং তাঁদের আশীর্বাদ ছাড়া আমার পক্ষে কোনওকিছুই অর্জন করা সম্ভব হত না। আমি দীপিকার কাছেও প্রচুর ঋণী। পেশাদার ক্রীড়াবিদ হয়েও আমার সঙ্গে পথ চলার জন্য নিজের কেরিয়ার স্থগিত রাখতেও যে দ্বিধাবোধ করেনি। অবশ্যই, আমাদের দুর্দান্ত সমস্ত খেলার পিছনে সমস্ত ভক্ত এবং অনুগামীদের অসংখ্য ধন্যবাদ!” বলে দিয়েছিলেন কার্তিক।
পার্ল রয়্যালস স্কোয়াড
ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, বজর্ন ফরচুইন, আন্দিলে ফেহলুকওয়ায়ো, দিনেশ কার্তিক, মিচেল ভ্যান বুরেন, কোডি ইউসুফ, কিথ ডুজেন, নকাবা পিটার, কুয়েনা মাফাকা, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, দাইয়ান গ্যালিয়েম (বাণিজ্য)