আইপিএলে হাফ ডজন ফ্র্যাঞ্চাইজির জার্সিতে আলাদা আলাদা ভাবে খেলেছেন। তবে দীনেশ কার্তিককে এখনো আঘাত দেয় ২০০৮ সালের আইপিএলের উদ্বোধনী লিগ। যখন তার ঘরের শহরের ফ্র্যাঞ্চাইজিই তাঁর বদলে ধোনি কে নিয়েছিল।
ক্রিকবাজে পুরোনো সেই কথা স্মরণ করেই কেকেআরের বর্তমান দলনেতা জানান, "সিএসকে প্রথমেই ধোনিকে নিয়েছিল ১.৫ মিলিয়ন টাকায়। ও নিলামে আমার থেকে ডানদিকের কোণে বসে ছিল। ধোনিও আমাকে জানায়নি যে ওকে সিএসকে কিনতে চলেছে। সম্ভবত ও নিজেও জানত না। সেই ঘটনা ছিল বুকে ছুরি বেঁধার মতোই।"
আইপিএলে ৬টি শহরে আলাদা ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে চাপালেও ঘরের দলের হয়ে এখনও খেলতে পারেননি তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান। কার্তিক বলছিলেন, "প্রথম মরশুমে ভেবেছিলাম ধোনিকে নেওয়ার পরেও আমাকে নেবে ওরা। এর পরে ১৩ বছর কেটে গিয়েছে। তবে সিএসকের ডাক পাইনি।"
প্রথম মরশুমের আইপিএলে কার্তিক যে সিএসকেতে খেলবেন ই তা নিয়ে নিজেই আত্মবিশ্বাসী ছিলেন। কেন তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। সেই সময় তামিলনাড়ুর সেরা ক্রিকেটার ছিলেন তিনি। ঘরে ঘরে পরিচিত মুখ ছিলেন তিনি। তাঁর জনপ্রিয়তা অগ্রাহ্য করতে পারবেন না সিএসকে কর্তারা। এমনটাই ভেবেছিলেন তারকা। শুধু তাঁর মনে একটাই প্রশ্ন ছিল। সিএসকে কি তাকে অধিনায়ক বাছবে! কার্তিকের সেই স্বপ্ন আজও পূর্ণ হয়নি।
ঘটনাচক্রে, ২০১৮ সালের নিলামেই সিএসকে কার্তিককে নিতে মরিয়া ছিল। কার্তিকের জন্য ৩.৬ কোটি টাকা পর্যন্ত হেঁকেছিল সিএসকে। যদিও কেকেআরের কাছে নিলামে হারতে হয় সিএসকেকে।