Preity Zinta, Punjab Kings: মাঠে আইপিএলের সূচনা লগ্ন থেকে অন্যতম অসফল ফ্র্যাঞ্চাইজি হিসাবে দুর্নাম কুড়িয়েছে পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজি। একবার-ও খেতাব জিততে না পারা দলগুলির মধ্যে অন্যতম কিংস ইলেভেন পাঞ্জাব। নতুন সিজন শুরু হওয়ার আগেই এবার আইনি ঝামেলায় জড়িয়ে গেল পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি। ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হচ্ছে, দলের মালকিন প্রীতি জিন্টা নাকি আইনি ব্যবস্থা নিচ্ছেন দলের অন্যতম সহ-অংশীদার মোহিত বর্মনের বিপক্ষে। কিংস ইলেভেন পাঞ্জাবে অংশীদারিত্ব রয়েছে প্রীতি জিন্টা, তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড নেস ওয়াদিয়া, মোহিত বর্মন এবং করণ পালের। প্রীতি এবং নেস ওয়াদিয়ার রয়েছে যথাক্রমে ২৩ শতাংশ করে শেয়ার। সবথেকে বেশি শেয়ার রয়েছে মোহিত বর্মনের- ৪৮ শতাংশ। সম্প্রতি নিজের শেয়ার অন্য ব্যক্তির কাছে বিক্রি করতে উদ্যোগী হয়েছেন মোহিত বর্মন।
প্রীতি জিন্টা চন্ডীগড় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যাতে মোহিত বর্মনের শেয়ার বিক্রির ওপর স্থগিতাদেশ জারি করা যায়। চুক্তি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজির কোনও অংশীদার যদি নিজের শেয়ার বিক্রি করতে চান, তাহলে তাঁকে প্রথমে বিষয়টি অবহিত করতে হবে সহ-অংশীদারদের। তাঁদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব রাখতে হবে। সহ-অংশীদারই যদি সেই শেয়ার কিনতে অনাগ্রহী হন, তাহলে তৃতীয় পক্ষের কাছে সেই শেয়ার বিক্রি করা যাবে।
প্রীতি জিন্টার বক্তব্য, তাঁদের শেয়ার কেনার প্রস্তাব না দিয়েই তৃতীয় পক্ষের কাছে শেয়ার বিক্রির পরিকল্পনা করছিলেন মোহিত বর্মন। যদিও ক্রিকবাজ-কে মোহিত বর্মন জানিয়েছেন, "আমার শেয়ার বিক্রি করার কোনও অভিপ্রায়-ই নেই।" ফ্র্যাঞ্চাইজির তরফেও এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
প্রচারমাধ্যম ট্রিবিউন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, "প্রীতি জিন্টা জানিয়েছেন, মোহিত বর্মন প্রায় ৪৮ শতাংশ শেয়ারের মালিক। এবং উনি বোর্ড অফ ডিরেক্টরস-এ ও রয়েছেন। আরব্রিটরেশন এবং কনসিলিয়েশন এক্ট- ১৯৯৬'এর ধারার অধীনে তাঁর এবং বর্মনের দ্বন্দ্বে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নেওয়া হোক, এমনটাই আবেদন ছিল প্রীতির।"