Advertisment

Saeed Anwar on Divorce: ডিভোর্সের জন্য দায়ী মেয়েদের টাকা ইনকাম! সমাজ ধ্বংস করছে নারীরাই, বিষ ওগড়ালেন সাঈদ আনোয়ার

Saeed Anwar sexist remark: আনোয়ারকে এক ভাইরাল ভিডিওয় বলতে শোনা গিয়েছে, গত ৩-৪ বছরে পাকিস্তানে ডিভোর্সের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। এর কারণ নাকি দেশের মহিলাদের কর্মক্ষেত্রে প্রবেশ। আনোয়ারের বক্তব্য, আর্থিক স্বাধীনতা পেয়ে যাওয়ায় মহিলারা নিজেদের ইচ্ছামত চলাফেরা করতে পারছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঝড় তুলে দিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Saeed Anwar, Pakistan Cricket, সাঈদ আনোয়ার, পাকিস্তান ক্রিকেট

Saeed Anwar on working women: ডিভোর্স নিয়ে বড় মন্তব্য সাঈদ আনোয়ারের (টুইটার এবং স্ক্রিনগ্র্যাব)

Saeed Anwar about Marriages and Divorces: কর্মরতা মহিলাদের জন্যই সমাজে বিবাহবিচ্ছেদের সংখ্যা বাড়ছে। বেনজিরভাবে বিস্ফোরক মন্তব্যে হঠাৎই ঝড় তুলে দিলেন পাকিস্তানের প্রাক্তন ওপেনার সাঈদ আনোয়ার। আনোয়ারকে এক ভাইরাল ভিডিওয় বলতে শোনা গিয়েছে, গত ৩-৪ বছরে পাকিস্তানে ডিভোর্সের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। এর কারণ নাকি দেশের মহিলাদের কর্মক্ষেত্রে প্রবেশ। আনোয়ারের বক্তব্য, আর্থিক স্বাধীনতা পেয়ে যাওয়ায় মহিলারা নিজেদের ইচ্ছামত চলাফেরা করতে পারছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঝড় তুলে দিয়েছে।

Advertisment

আনোয়ারের বক্তব্য, "যখন থেকে মহিলারা চাকরি-বাকরি করছেন, তখন থেকেই পাকিস্তানে ডিভোর্সের সংখ্যা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। স্ত্রীরা বলছেন, "ধুস, তোমার সঙ্গে থাকব না। নিজেই উপার্জন করতে পারি। নিজেই সংসারিক খরচ চালাতে পারব।' এটা পুরোটাই একটা গেমপ্ল্যান। সহায়তা না পেলে আপনিও এটা ধরতে পারবেন না।"

আনোয়ার বলেছেন, বিশ্বজনীন সমস্যা এটা। গোটা বিশ্বজুড়েই পরিবার এর ভুক্তভোগী। কারণ মহিলাদের কাজের স্বাধীনতা পেয়ে যাওয়া। সেই ভিডিওয় আনোয়ার আরও মন্তব্য করেছেন, "গোটা বিশ্ব জুড়ে ঘুরেছি আমি। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া, ইউরোপ থেকে বেরিয়ে এলাম। তরুণ প্রজন্ম ভুগছে। দম্পতিরা লড়াই করছে। এত খারাপ অবস্থায় পৌঁছেছে যে অর্থের জন্য মহিলাদের বাইরে বেরোতে হচ্ছে।"

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন এবং অস্ট্রেলিয়ার এক মেয়রকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করে বসেন তিনি। বলে দেন, "নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন আমাকে জিজ্ঞাসা করেছিল, কীভাবে আমাদের সমাজ এগোতে পারবে? অস্ট্রেলিয়ান মেয়র আমাকে বললেন, 'আমাদের সমাজ ধ্বংস হয়ে গিয়েছে, মহিয়ারা কাজে যোগ দেওয়ার পর।"

Cricket News pakistan WOMEN Pakistan Cricket Team Pakistan Cricket
Advertisment