ধর্মশালায় ফের শ্রেয়স শো! হোয়াইটওয়াশে সিরিজ শেষ লঙ্কানদের

চারটে পরিবর্তন ঘটিয়ে নিয়মরক্ষার শেষ ম্যাচে খেলতে নেমেছিল ভারত। ঈশান কিষান মাথায় চোট লাগায় বিশ্রামে ছিলেন।

চারটে পরিবর্তন ঘটিয়ে নিয়মরক্ষার শেষ ম্যাচে খেলতে নেমেছিল ভারত। ঈশান কিষান মাথায় চোট লাগায় বিশ্রামে ছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

শ্রীলঙ্কা: ১৪৬/৫
ভারত: ১৪৮/৪

Advertisment

একের পর এক তারকা নেই। ঋষভ পন্থ, বিরাট কোহলি থেকে দীপক চাহার, এবং এদিনের ঈশান কিষান। শ্রীলঙ্কাকে হারাতে তবু কোনও সমস্যা হল না ভারতের। লঙ্কানদের ১৪৭ রানের টার্গেট ভারত পেরোল হাতে ১৯ বল এবং ৬ উইকেট নিয়ে।

আর নিয়ম রক্ষার ম্যাচে আরও একবার ফারাক গড়ে দিলেন শ্রেয়স আইয়ার। চলতি সিরিজের তৃতীয় হাফসেঞ্চুরি করে। বল হাতে আবেশ খানদের দাপট এবং ব্যাটিংয়ে শ্রেয়স আইয়ারের ঝলক- টি২০ বিশ্বকাপের আগে ভারতের সামনে হাজির হয়ে যাচ্ছে একাধিক অপশন।

Advertisment

প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৬০/৫ হয়ে একসময় একশো-র গন্ডি পেরোতে পারবে কিনা, তা নিয়ে জোরালো সংশয় এনে হাজির করেছিল। তবে শেষমেশ ক্যাপ্টেন দাসুন শানাকা ৩৮ বলে ৭৪ রানের ইনিংসে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন কোনও রকমে।

আরও পড়ুন: পোল্যান্ড বর্ডার পেরোতে পারব কিনা জানি না! আতঙ্কের ভিডিওয় EXCLUSIVE ইউক্রেন ফিজিও

ভারত আগের ম্যাচের একাদশ থেকে চারটে পরিবর্তন সহ খেলতে নেমেছিল। আবেশ খান, মহম্মদ সিরাজ, রবি বিশ্নোই এবং কুলদীপ যাদব সুযোগ পেয়েছিলেন প্ৰথম একাদশে। মাথায় চোট পাওয়ায় ঈশান কিষান যে সিরিজের শেষ ম্যাচে নামতে পারবেন না, তা আগেভাগে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে এদিন ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর লক্ষ্যে বাইরে বসানো হয় ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল এবং জসপ্রীত বুমরাকে।

আর তরুণ ভারতীয় বোলিং লাইন আপের সামনে প্ৰথম থেকেই বিধ্বস্ত হয়ে পড়ে শ্রীলঙ্কা। প্ৰথম ওভারেই সিরাজ গুণতিলকেকে ফিরিয়ে উইকেট-সূচনা করে যান। তারপরে নিজের পর পর দু-ওভারে আবেশ খান তুলে নেন পাথুম নিশঙ্কা এবং চরিত আশালঙ্কাকে। পাওয়ার প্লে-র ওভারের মধ্যে ১১/৩ থেকে ২৯/৪, ৬০/৫-এ ধসে গিয়েছিল শ্রীলঙ্কা। তারপরেই অধিনায়ক শানাকা এবং চন্ডীমলের ব্যাটে (২২) কোনওরকমে ১৪৬ তোলে লঙ্কা ব্রিগেড।

সামান্য টার্গেট তাড়া করার সময়ে রোহিতের এদিনের ওপেনিং পার্টনার হন সঞ্জু স্যামসন। যদিও দুই ওপেনার তাড়াতাড়ি ফিরে গিয়েছিলেন। রোহিতের (৫) পর স্যামসন (১৮) বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। ৫১/২ হয়ে যাওয়ার পরে পুরোটাই আইয়ার শো। দীপক হুডা (২১) এবং ভেঙ্কটেশ আইয়ার (৪) অল্প রানের ব্যবধানে মাঝে আউট হয়ে গেলেও জিততে সমস্যা হয়নি ভারতের। জাদেজার (১৫ বলে ২২) সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার (৪৫ বলে ৭৩)।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, দীপক হুডা, রবীন্দ্র জাদেজা, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষল প্যাটেল, কুলদীপ যাদব, রবি বিশ্নোই, আবেশ খান, মহম্মদ সিরাজ

Sri Lanka Indian Cricket Team Indian Team