/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/frt-1.jpg)
মুশফিকুরের পাশেই মাশরাফি, বলছেন ভুল হতেই পারে
বুধবার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করে। শাকিব আল হাসানের ৬৮ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে ৪৯.২ ওভারে ২৪৪ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৭ বল হাতে রেখেই দু'উইকেটে ম্যাচ জেতে কিউয়িরা। এদিন রান তাড়া করতে নেমে রস টেলর দুরন্ত ইনিংস খেলেন। ৯১ বলে ৮২ রান করেন তিনি।
এই ম্যাচে বাংলাদেশের হারের জন্য অনেকেই দায়ী করেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। তাঁকে নিয়ে সোশাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে সমালোচনাও। নিউজিল্যান্ডের ইনিংসের ১২ নম্বর ওভারের দ্বিতীয় বলের ঘটনা এটি। সদ্য ক্রিজে আসা টেলর সিঙ্গল নেওয়ার জন্য কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে ডেকেছিলেন। মিড অফ থেকে তামিম ইকবালের থ্রো ধরে উইকেটরক্ষক মুশফিকুর উইকেট ভেঙে দেন। উইলিয়ামসন তখনও ক্রিজের অনেকটা বাইরে ছিলেন।খালি চোখে দেখে মনেই হয়েছে এবার প্যাভিলিয়নে ফিরবেন কিউয়ি ক্যাপ্টেন। কিন্তু মুশফিকুর একটি ভুল করে বসেন। তামিমের থ্রো সরাসরি উইকেটেই আসছিল। কিন্তু বাড়তি সতর্কতা নিয়ে স্টাম্পিং নিশ্চিত করতে যান মুশফিকুর। স্টাম্পের সামনে এসে বল ধরে উইকেট ভাঙার চেষ্টা করেন তিনি। ঠিক তখন মুশফিকুররে কনুইতে লেগে আগেই বেল পড়ে যায়। ফলে তৃতীয় আম্পায়ার এটি নট আউট বলেই জানিয়ে দেন।
আরও পড়ুন: ICC World Cup 2019: হারলেও ‘সত্যিকারের বড় দল’ হওয়ার বার্তা দিল বাংলাদেশ
Following his side's narrow defeat at the hands of New Zealand, Bangladesh skipper Mashrafe Mortaza has defended wicketkeeper Mushfiqur Rahim #BANvNZpic.twitter.com/Tu4PUlbQpO
— Cricbuzz (@cricbuzz) June 6, 2019
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি কিন্তু মুশফিকুরের পাশে এসেই দাঁড়িয়েছেন। তিনি বললেন, "এটা ঠিক যে, ওই রান আউটটি ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারত। কারণ উইলিয়ামসন আর টেলর সেসময় সেট হয়ে গেছিল পরে। কিন্তু মুশফিকুরকে দায় করার কোনও মানে নেই। থ্রো-টি সোজা আসছিল। কিন্তু কিপারের পক্ষে বোঝা সম্ভব ছিল না, বলটা সোজা আসছে না অন্যভাবে। ও বলটা ধরেই স্টাম্প করতে গিয়েছিল। তখনই আচমকা ওর কনুই লেগে যায়। এরকম ভুল হতেই পারে। এটা খেলারই অঙ্গ। আগেও হয়েছে। কেউ ভুল করতে চায় না।"