সৌরভের চার দেশীয় সিরিজের ভাবনা না-পসন্দ প্রোটিয়া ক্য়াপ্টেন ফাফের

সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের চার দেশীয় ওয়ানডে সুপার সিরিজের ভাবনার সমালোচনা করলেন ফাফ দু প্লেসিস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলছেন ক্রিকেটে এলিট নেশন নয়, যারা সুযোগ পাচ্ছে না তাদের কথাই ভাবা উচিত।

সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের চার দেশীয় ওয়ানডে সুপার সিরিজের ভাবনার সমালোচনা করলেন ফাফ দু প্লেসিস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলছেন ক্রিকেটে এলিট নেশন নয়, যারা সুযোগ পাচ্ছে না তাদের কথাই ভাবা উচিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Du Plessis criticises Sourav Ganguly’s idea of Super Series

সৌরভের সুপার সিরিজের ভাবনা পছন্দ নয় প্রোটিয়া ক্য়াপ্টেন ফাফের

সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের চার দেশীয় ওয়ানডে সুপার সিরিজের ভাবনার সমালোচনা করলেন ফাফ দু প্লেসিস। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলছেন ক্রিকেটে এলিট নেশন নয়, যারা সুযোগ পাচ্ছে না তাদের কথাই ভাবা উচিত।

Advertisment

এই মুহূর্তে ইংল্য়ান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্ট জয়ের পর প্রোটিয়া ক্য়াপ্টেন বলছে,“ প্রথম তিনকে নিয়ে অনেক কিছু ঘটছে। প্রচুর ম্য়াচও হচ্ছে। খেলার উন্নতির স্বার্থে আরও টিমকে অন্তর্ভুক্তি করা উচিত। অনেক ছোট ছোট দেশ বেশি করে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে না। তারা কম খেলার সুযোগ পাচ্ছে।“ আগামী ৩ জানুয়ারি ইংল্য়ান্ডের বিরুদ্ধে কেপ টাউনের নিউ ল্য়ান্ডসে দ্বিতীয় টেস্টে নামবেন ফাফ। তার আগেই এই মন্তব্য় করলেন তিনি।

আরও পড়ুন-সৌরভের চার দেশের টুর্নামেন্টের পরিকল্পনা উদ্ভাবনী, বললেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও

Advertisment

কিছু দিন আগেই সৌরভ ফাঁস করেছিলেন ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ অন্য একটি শীর্ষসারির ক্রিকেট খেলিয়ে দেশকে নিয়ে ভারতে চার দেশীয় টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁর। ২০২১ থেকে এই সিরিজ চালু করার কথা ভাবছেন তিনি।

ইতিমধ্যেই এই নিয়ে ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয়ে গিয়েছে সৌরভের। বিসিসিআই প্রেসিডেন্টের এই চিন্তাকে উদ্ভাবনী বলেই ব্য়াখ্য়া করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস।

আরও পড়ুন-সৌরভের চার দেশের টুর্নামেন্ট ফ্লপ হবে, বলছেন লতিফ

ঘটনাচক্রে, প্রস্তাবিত এই সুপার সিরিজ নিয়ে আইসিসি-র সঙ্গেও সংঘাতের আবহ তৈরি হতে চলেছে। সদস্য দেশগুলিকে নিয়ে বিশ্ব পর্যায়ের ৫০ ওভারের একটি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আইসিসিরও। তারই পালটা হিসেবে বিশ্ব ক্রিকেটের ‘বিগ থ্রি’ দেশ এই টুর্নামেন্ট খেলার পথে।

Sourav Ganguly BCCI