Advertisment

Shreyas Iyer: হেলমেটের ভিতর সানগ্লাস পরে কায়দাবাজি! লজ্জায় মাথা নুইয়ে ছাড়লেন মাঠ, দেখুন 'অপমানিত' শ্রেয়সের ভিডিও

Duleep Trophy: দলীপ ট্রফিতে ফের ব্যর্থ হলেন শ্রেয়স আইয়ার। সানগ্লাস পরে ব্যাট হাতে নেমে করলেন মাত্র শূন্য রান।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Shreyas Iyer, Duleep Trophy 2024, শ্রেয়স আইয়ার, দলীপ ট্রফি

Shreyas Iyer, Duleep Trophy 2024: সানগ্লাস পরে এভাবেই ব্যাট করতে এলেন শ্রেয়স আইয়ার (টুইটার)

Shreyas Iyer, Duleep Trophy 2024: দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ইন্ডিয়া-ডি ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার রানের খাতা খুলতে ব্যর্থ হলেন। ৭ বলে শূন্য করে খলিল আহমেদের বলে ড্রেসিংরুমে ফিরতে হয় তাঁকে। অনন্তপুরায় ইন্ডিয়া-এ প্রথমে ব্যাটিং করে ২৯০ তোলার পর গ্রুপ ডি'র ব্যাটিং অর্ডারে ভাঙন ধরিয়ে দিয়ে সমর্থ হয়েছে। ফার্স্ট সেশনেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে ইন্ডিয়া-ডি দল।

Advertisment

তবে শ্রেয়স ডাক করার ঘটনায় নয়, অন্য কারণে শিরোনামে উঠে এসেছেন। তিনি ব্যাট করতে এসেছিলেন হেলমেটের ভিতরে সানগ্লাস পরে। বিপদের মুখে শ্রেয়সের ওপরেই ভরসা ছিল দলের। তবে তিনি হতাশ করলেন দলকে। খলিল আহমেদ টানা শর্ট বলের বৃষ্টির পর আচমকা ফুল লেন্থে বোলিং করে দেন।

শর্ট বল ভালোই সামাল দিচ্ছিলেন তিনি। নিখুঁত লিভ করে। তবে আচমকা ফুল লেন্থের বল পড়তে পারেননি। ব্যাকফুটে শর্ট মিড অনে খেলতে গিয়েছিলেন। তাতেই খলিলের বাজিমাত। ক্যাচ ধরেন আকিব খান। ইন্ডিয়া-ডি ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারের মধ্যেই অথর্ব টাইডে এবং শ্রেয়স আইয়ারকে হারায়।

ইয়াশ দুবে এবং দেবদূত পাড়িক্কল ইনিংস গড়ার জন্য প্রচেষ্টা চালু রেখেছিলেন। তবে আকিব খান আউট করে দেন ইয়াশ দুবেকে। এরপরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি সঞ্জু স্যামসন-ও। মাত্র ছয় বল ক্রিজে টেকেন তিনি। করেন পাঁচ রান। লাল বলের ক্রিকেটে তাঁর দুর্বল ফর্ম অব্যাহত।

শ্রেয়স আইয়ার ভারতের টেস্ট দলের পরিকল্পনা থেকে আপাতত বাইরে। চলতি বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম দুই টেস্টের পরেই বাদ পড়েন। এর পরে ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের জার্সিতে না খেলে বোর্ডের চক্ষুশূল হন।

বোর্ডের কেন্দ্র চুক্তি থেকেও বাদ পড়েন। দলীপ ছিল জাতীয় দলে ফেরার রাস্তা তৈরি করার মঞ্চ। তবে প্ৰথম রাউন্ডে ইন্ডিয়া-সি দলের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে শ্রেয়স করেছেন মাত্র ৬৩ রান। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে প্রত্যাশিতভাবেই বাদ পড়েছেন তিনি।

Duleep Trophy Cricket News Shreyas Iyer
Advertisment