Advertisment

Ishan Kishan cryptic post after century: বাদ দিয়েছিলেন জয় শাহরা, সেঞ্চুরি হাঁকিয়েই মুখ খুললেন ঈশান কিষান! নিশানায় কি BCCI

Ishan Kishan cryptic post: বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টি২০ সিরিজেই টিম ইন্ডিয়ায় জায়গা পেতে পারেন ঈশান কিষান। সেই সম্ভবনা তৈরি হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jay Shah, Ishan Kishan, জয় শাহ, ঈশান কিষান,

Ishan Kishan in Duleep Trophy: কিষাণের জাতীয় দলে ফেরার সম্ভাবনা দলীপ ট্রফির পরেই উজ্জ্বল হয়েছে। (ছবি- টুইটার)

Ishan Kishan in Duleep Trophy: দলীপ ট্রফিতে ভালো খেলার পর ঈশান কিষানের ২ শব্দের পোস্ট কি বিসিসিআইকে কোনও বার্তা দিয়েছিল? অনেক বিশেষজ্ঞ কিন্তু মনে করছেন, ঈশান কিষানের ২ শব্দের পোস্ট তাঁর টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের পিছনে রয়েছে। সেই পোস্ট কার্যত নির্বাচক এবং বিসিসিআইকে একটি বার্তা দিয়েছে। 

Advertisment

ক্রিকেট মাঠে আশ্চর্যজনক প্রত্যাবর্তন করে, ভারতীয় উইকেট-রক্ষক ব্যাটার ঈশান কিষান দলীপ ট্রফিতে তাঁর লাল বলের প্রত্যাবর্তনের ফরম্যাটে শতরান করেছেন। ইন্ডিয়া সি-এর হয়ে ১২৬ বলে ১১১ রান করে ঈশান তাঁর ব্যতিক্রমী স্ট্রোক প্লে এবং চেষ্টার কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন। যদিও উইকেট-রক্ষক ব্যাটার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডের অংশ নন, তবে তাঁর খেলা নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করবে। ঈশানের পারফরম্যান্স ভারতীয় জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনাকে বাড়িয়ে তুলেছে। ক্রিকেটারের সোশ্যাল মিডিয়া পোস্ট সেই সম্ভাবনাকেই তীব্র করে তুলেছে।

ঈশান গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন। মানসিক অবসাদের কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহারের পর তিনি ভারতের হয়ে একটি ম্যাচেও খেলেননি। ঝাড়খণ্ডের রঞ্জি ট্রফি অভিযানে তাঁর অনুপস্থিতি তাঁর প্রত্যাবর্তনের পরিকল্পনায় আঘাত করেছিল। তবে, উইকেট-রক্ষক ব্যাটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন।

ঈশান অবশেষে ভারত বি-এর বিরুদ্ধে দলীপ ট্রফি ম্যাচের মাধ্যমে লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন। বাবা ইন্দ্রজিতের সঙ্গে তৃতীয় উইকেটে ১৮৯ রানের জুটি গড়েছেন। ১৪টি চার ও তিনটি ছক্কায় প্রথম-শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি করেছেন। সঙ্গী, বাবা ইন্দ্রজিতও ১৩৬ বলে ৭৮ রান করে তিন ইনিংসে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন- ফ্রিতেই দেখা যাবে ভারত-বাংলাদেশ টেস্ট, টি২০ হাড্ডাহাড্ডি সিরিজ! কোথায়, কখন, কোন চ্যানেলে দেখবেন

এরপরই ইনস্টাগ্রামে গিয়ে, ঈশান ভারত বি-এর বিরুদ্ধে দলীপ ট্রফি ম্যাচে ইন্ডিয়া সি-এর হয়ে ব্যাটিং করার ছবি শেয়ার করেন। তিনি পোস্টের ক্যাপশন দিয়েছেন: 'অসমাপ্ত কাজ'। যা, ইঙ্গিত দিয়েছে যে এটি ঈশানের লাল বলের প্রত্যাবর্তনের শুরু মাত্র। খেলার ঠিক প্রাক্কালে কিষাণ তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন। এককথায় ভারত সি দলে কিষাণের অন্তর্ভুক্তি বেশ দেরিতে হয়েছে। তিনি এর আগে অবশ্য ভারত ডি-এর হয়ে প্রথম রাউন্ডের খেলাটি মিস করেছেন। সেটা কুঁচকির চোটের জন্য। সেই আঘাতের কারণে তাঁর বেঙ্গালুরুতে পুনর্বাসনের প্রয়োজন ছিল। সেই সময়ে ঈশানের বদলি হিসেবে সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হয়েছিল। তবে কিষাণ ভালো খেললেও, ইন্ডিয়া বি বনাম ইন্ডিয়া সি ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

 

 

Ishan Kishan Jay Shah Duleep Trophy BCCI
Advertisment