India-A vs India-B in Duleep Trophy: মহম্মদ শামি এখনও পুরোপুরি ফিট হয়ে ওঠেননি। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভাবা হচ্ছে না শামিকে। এদিকে, মহম্মদ সিরাজ-ও দলীপে অসুস্থতার জন্য অংশ নিতে পারেননি। যদিও সিরাজকে রেখেই বাংলাদেশের বিপক্ষে বোলিং আক্রমণ সাজাবে টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরার মত ফ্রন্টলাইন পেসারকে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলানো হবে কিনা, তা নিয়েও সংশয় রয়েছে।
বুমরাকে স্কোয়াডে রাখা হলেও আরও দুজন পেসারকে নেওয়া হতে পারে। আর জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিপক্ষে নামার জন্য নির্বাচকদের কাছে জোরালো বার্তা পাঠালেন আকাশদীপ। যিনি ঘরোয়া ক্রিকেটে খেলেন বাংলার হয়ে। দলীপে ইন্ডিয়া-এ দলের হয়ে দুরন্ত পারফর্ম করেছেন। ইন্ডিয়া-বি দলের বিপক্ষে দুর্ধর্ষ পারফরম্যান্স করে প্ৰথম ইনিংসেই ৪ উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসেও ঝুলিতে পুরেছেন ৫ উইকেট।
গত ইংল্যান্ড সিরিজে ভারতের জার্সিতে বাংলার পেসারের অভিষেক হয়েছিল। আকাশদীপ প্ৰথম ম্যাচেই নজরকাড়া পারফর্ম করেছিলেন। রাঁচি টেস্টে প্ৰথম সুযোগেই তিনজন ইংরেজ ব্যাটারকে আউট করেন। দলীপে টিম ম্যানেজমেন্টের লক্ষ্য শামি-সিরাজ-বুমরার বাইরে ব্যাক আপ পেসার তৈরি রাখা। দলকে আস্থা দিয়েই আকাশদীপ যেন বার্তা দিয়েছেন, তিনি তৈরি রয়েছেন।
দলীপে প্ৰথম ইনিংসেই ২৭ ওভারে ৬০ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেছিলেন। তাঁর শিকারের তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, নীতিশ কুমার রেড্ডি, নভদীপ সাইনি এবং ইয়াশ দয়ালকে। দ্বিতীয় ইনিংসে আরও বিধ্বংসী মেজাজে ধরা দেন তিনি। প্ৰথম ইনিংসের সেঞ্চুরিয়ন মুশির খান, সরফরাজ খান, সাই কিশোর, অভিমন্যু ঈশ্বরণ এবং নভদীপ সাইনিকে আউট করেন।
তবে আকাশদীপের বোলিংয়ে নো বলের সমস্যা রয়েছে। প্ৰথম ইনিংসে দুটো এবং দ্বিতীয় ইনিংসে তিনটে নো বল করেন তিনি। এমনকি অভিষেক টেস্টে জ্যাক ক্রলিকে বোল্ড করে দিয়েও নো বলের জন্য উইকেট শিকার থেকে বঞ্চিত হয়েছিলেন।