Duleep trophy 2024 schedule squad venue: বুধবারই দলীপ ট্রফির প্ৰথম রাউন্ডের ম্যাচের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিল বিসিসিআই। শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, শ্রেয়স আইয়ার সকলেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। কোনও স্কোয়াডেই অবশ্য নেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
ভারত-বাংলাদেশ সিরিজের জন্য যে তারকারা নির্বাচিত হবেন, তাঁদের ঘোষিত স্কোয়াড থেকে রিপ্লেস করবেন জাতীয় নির্বাচকরা। দলীপ ট্রফি শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর থেকে। বাংলাদেশ সিরিজের বল গড়াবে ১৯ সেপ্টেম্বর।
মূলত দেশের মাটিতে আসন্ন টেস্ট সিরিজ এবং বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি হিসাবে দলীপ ট্রফিতে অংশগ্রহণ করছেন তারকারা। এবার থেকে ষাট বছরের পুরোনো এই টুর্নামেন্ট ঢেলে সাজাচ্ছে বিসিসিআই। সাধারণত, দেশের ছয় প্রান্তকে ভাগ করে প্রত্যেক জোনের জন্য আলাদা স্কোয়াড গড়া হয়। তবে এবার তারকা ক্রিকেটাররা অংশ নেওয়ায় সমস্ত ক্রিকেটারদের চারটে গ্রুপে (এ, বি, সি, ডি) ভাগ করে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। চার দলের নেতা হিসেবে বাছা হয়েছে শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড এবং বাংলার অভিমন্যু ঈশ্বরণ।
আরও পড়ুন: সিঙাড়ার চেয়েও কম দাম! ১৫ টাকায় মিলছে পাকিস্তান-বাংলাদেশ টেস্টের টিকিট, তাজ্জব সবাই
এবার কোনও নকআউট ম্যাচ হবে না। রাউন্ড রবিন ফরম্যাটে পরিচালনা করা হবে টুর্নামেন্ট। তিন রাউন্ডের শেষে শীর্ষস্থান দখল করা দলকে বিজয়ী ঘোষণা করা হবে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুরায় এই টুর্নামেন্ট শুরু হবে। শেষের দিকে আয়োজন করা হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
জাতীয় টেস্ট দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে দলীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংশ্লিষ্ট ক্রিকেটারের ক্ষেত্রে। গত সিজনে হনুমা বিহারীর নেতৃত্বে পশ্চিমাঞ্চল চ্যাম্পিয়ন হয় মধ্যাঞ্চলকে ৭৬ রানে হারিয়ে।
নিচে দেখে নিন চার গ্রুপের স্কোয়াড
টিম এ: শুভমান গিল (ক্যাপ্টেন), মায়াঙ্ক আগারওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, কেএল রাহুল, তিলক ভার্মা, শিভম দুবে, তনুষ কোটিয়ান, কুলদীপ যাদব, আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আহমেদ, আবেশ খান, বিদ্যুৎ কাভেরাপ্পা, কুমার কুশাগ্র, শাশ্বত রাওয়াত
টিম বি: অভিমন্যু ঈশ্বরণ (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ঋষভ পন্থ, মুশির খান, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, ইয়াশ দয়াল, মুকেশ কুমার, রাহুল চাহার, সাই কিশোর, মোহিত আওয়াস্তি, এন জগদীশন
টিম সি: রুতুরাজ গায়কোয়াড (ক্যাপ্টেন), সাই সুদর্শন, রজত পাতিদার, অভিষেক পোড়েল, সূর্যকুমার যাদব, বাবা ইন্দ্রজিৎ, হৃতিক সৌকিন, মানব সুতার, উমরান মালিক, বিশাখ বিজয়কুমার, আনসুল কম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্ক মার্কণ্ডে, আরিয়ান জুয়েল, সন্দীপ ওয়ারিয়র
টিম ডি: শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), অর্থব টাইডে, ইয়াশ দুবে, দেবদূত পাড়িক্কল, ঈশান কিষান, রিকি ভূঁই, সারাংশ জৈন, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, আদিত্য ঠাকরে, হর্ষিত রানা, তুষার দেশপান্ডে, আকাশ সেনগুপ্ত, কেএস ভরত, সৌরভ কুমার