গত সিজনে চারজনকে ক্যাপ্টেন করে আইএসএল অভিযানে খেলতে নেমেছিল মোহনবাগান। বেনজিরভাবে একইসঙ্গে নেতৃত্বের আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হয়েছিল ফ্লোরেন্টিন পোগবা, জনি কাউকোকে। দেশীয় তারকাদের মধ্যে প্রীতম কোটাল, শুভাশিস বোসকেও ক্যাপ্টেন করা হয়েছিল।
ঘটনা হল, এবার পরিস্থিতি বদলে যাচ্ছে। এবার একজনকে ক্যাপ্টেন করেই সম্ভবত নতুন সিজন শুরু করতে চলেছে। আর এবার ক্যাপ্টেন থাকতে চলেছেন সম্ভবত শুভাশিস বোস। ডার্বিতে শুভাশিস-ই বাগানের ক্যাপ্টেন হিসাবে যুবভারতীতে নামতে চলেছেন।
এবার মোহনবাগানের দল আমূল বদলে গিয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা দলে খোলনলচে বদলেছে। জনি কাউকো এবার চোট পেয়ে বসেছেন। তাঁকে রিলিজ না করে আপাতত স্কোয়াডের সঙ্গে আনরেজিস্টার্ড হিসাবে রেখে দেওয়া হয়েছে। তবে তিরি, প্রীতম কোটাল, কার্ল ম্যাকহিউ, স্লাভকো দামজানোভিচ, ফ্রেডরিকো গ্যালাগোদের ছেড়ে দেওয়া হয়েছে। প্রীতম ক্যাপ্টেন হিসাবে আইএসএল চ্যাম্পিয়ন হলেও আপাতত চলে গিয়েছেন কেরালা ব্লাস্টার্সে।
গতবারের অন্য ক্যাপ্টেন ফ্লোরেন্টিন পোগবা অবশ্য বেশ চাপে রয়েছেন। সমর্থকদের চক্ষুশূল পোগবা গতবার ইনজুরির কবলে পড়ে গোটা সিজনেই খেলতে পারেননি। যে কয়েকটা হাতে গোনা ম্যাচে খেলেছেন, তাতেও দলের মন জয় করতে ব্যর্থ হয়েছেন। এবারেও মরশুম শুরুর আগে পোগবা ফের একবার ইনজুরির কবলে পড়েছেন। ভাবা হয়েছিল ডুরান্ডের পারফরম্যান্স অনুযায়ী বাকি সিজনে তাঁর ভাগ্য চূড়ান্ত করা হবে। তবে ডুরান্ডের আগে চোট পেয়ে পোগবা আপাতত কোচের প্ল্যানিংয়ে জল ঢেলে দিয়েছেন। ডুরান্ডের স্কোয়াডেও রাখা হয়নি পলের দাদাকে।
তাঁকে যে এবার আর ক্যাপ্টেন করা হবে না, তা বলাই বাহুল্য। আপাতত শুভাশিস ক্যাপ্টেন হিসাবে ডুরান্ড ডার্বি স্মরণীয় করে রাখতে পারবেন কিনা, সেটাই দেখার।