Advertisment

কৃষ্ণ-ডেভিডকে ছাড়া কি বড় ভুল সবুজ-মেরুনের! মরু-ক্লাবে ভরাডুবির পর প্রশ্ন ফেরান্দোর স্ট্র্যাটেজিতে

ডুরান্ডের প্ৰথম ম্যাচেই রাজস্থানের কাছে হেরে টুর্নামেন্ট অভিযান শুরু করেছে এটিকে মোহনবাগান। হারের পরে কোচের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ডুরান্ডে প্রথম ম্যাচেই ধাক্কা খেয়েছে এটিকে মোহনবাগান। আইলিগের দল রাজস্থান ইউনাইটেডের কাছে হেরে মরশুম শুরু করেছে হেভিওয়েট মেরিনার্সরা। আর প্ৰথম ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে হারের পরে কোচ ফেরান্দোর স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।

Advertisment

এবার সবুজ মেরুন কোচ কোনও পজিটিভ স্ট্রাইকার ছাড়াই স্কোয়াড বাছাই করেছেন। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসদের মত পরীক্ষিত স্ট্রাইকারদের ছাড়া স্প্যানিশ কোচ আপফ্রন্টে ভরসা রাখছেন লিস্টন কোলাসো, মনবীর সিং, কিয়ান নাসিরিদের মত দেশীয় তারকাদের ওপর। তবে নাসিরি, কোলাসো কিংবা উইং ধরে বারবার প্রতিপক্ষ অর্ধে উঠে আসা আশিক কুরুনিয়ানরা যথেষ্ট প্রতিভাবান হলেও কৃষ্ণ-উইলিয়ামসদের মত ক্লিনিক্যাল ফিনিশার হিসেবে বিকল্প হয়ে উঠতে পারবেন না। এই বিষয় সম্ভবত উপলব্ধি করেছেন হুয়ান ফেরান্দো।

আরও পড়ুন: ব্রিটিশ গার্ডিয়ান-এর সেরার সেরা প্রতিভাবান তারকা! তাঁকে তুলেই চমক ইস্টবেঙ্গলের

প্রথমার্ধে আক্রমণের ঝড় তুলেছিল এটিকে মোহনবাগান। তবে সবুজ মেরুনের সমস্ত আক্রমণই রুখে দিচ্ছিলেন গোলকিপার নীরাজ কুমার। ২০ মিনিটে নীরাজ ডাবল সেভ করেন জনি কাউকো এবং তারপরে রিবাউন্ড থেকে কিয়ান নাসিরির শট প্রতিহত করে। লিস্টন কোলাসো একাধিক গোলের সুযোগ মিস করেন। ১১ মিনিটে যেমন সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি তারকা। তেমনই ম্যাচের আধঘন্টার মাথায় লিস্টনের ফ্রি-কিক জমা পড়ে নীরাজ কুমারের হাতে। একের পর এক সুযোগ নষ্টের প্রদর্শনী হয়ে থেকেছে শনিবারের ম্যাচ।

বিরতির ঠিক আগে চার মিনিটের ব্যবধানে দুই দল জোড়া গোল করে যায়। তবে এরপরে দ্বিতীয়ার্ধে লিস্টন কোলাসো এবং হুগো বৌমাসকে হঠাৎ তুলে নেন কোচ। পরিবর্ত হিসাবে নামিয়ে দেন আশিস রাইকে।

হঠাৎ দুই তারকাকে তুলে নেওয়ার সঙ্গেই বড্ড বেশি দৃষ্টিকটু লেগেছে ডিফেন্সের ব্যর্থতা। হ্যামিলের সঙ্গে ফ্লোরেন্তিন পোগবা থাকা সত্ত্বেও বাগানের একের পর এক গোল হজম। প্ৰথম গোলের ক্ষেত্রে পোগবার অনেকটাই ভুল ছিল। পরের দিকে হ্যামিল নামা সত্ত্বেও জোড়া গোল হজম করতে হয়েছে মেরিনার্সদের। পোগবাকে অনেকটাই শ্লথ লেগেছিল। হ্যামিলকে প্ৰথম একাদশে রাখেননি কোচ।

কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অজি স্টপার। তবে শনিবার শেষদিকে ঝুঁকি নিয়েই তাঁকে মাঠে নামান স্প্যানিশ বস। ভারতে তিনি যে এখনও মানিয়ে নিতে পারেননি, সেটা স্পষ্ট।

ফুটবল মহল বলছে, পজিটিভ স্ট্রাইকার ছাড়াই বার্সার মত ফলস নাইনে খেলার চেষ্টা করছেন ফেরান্দো। তবে পেপ গুয়ার্দিওলা হওয়ার তাড়নায় সবুজ মেরুন সমর্থকদের হৃদয় ভঙ্গ যেন না হয়! বুধবার মুম্বই সিটি এফসির বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান। এর আগে এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ডেও প্ৰথম ম্যাচে গোকুলামের কাছে হেরে টুর্নামেন্ট অভিযান শুরু করেছিল এটিকে মোহনবাগান। তারপরে ঘুরে দাঁড়িয়েছিল সবুজ মেরুন শিবির। ডুরান্ডেও প্রত্যাবর্তনের নয়া কাহিনী লিখতে পারবেন হুয়ান ফেরান্দো, সেটাই এখন দেখার।

atk-mohun-bagan Mohunbagan Durand Cup ATK Mohun Bagan Kolkata Football
Advertisment