ইস্টবেঙ্গল: ০
ইন্ডিয়ান নেভি: ০
প্ৰথম ম্যাচে জয়ের মুখ দেখেনি এটিকে মোহনবাগান। ইস্টবেঙ্গলও ডুরান্ডের প্ৰথম ম্যাচে জয় পেল না। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে গোলশূন্য ড্র-য়ে আটকে গেল লাল হলুদ শিবির। বিদেশি বিহীন প্ৰথম একাদশ নামিয়েছিলেন কোচ স্টিফেন কনস্টানটাইন। শেষে বাধ্য হয়ে আলেক্স লিমাকে নামালেও সুবিধা করতে পারেনি ইস্টবেঙ্গল। বারবার ইন্ডিয়ান নেভির রক্ষণের কাছে আটকে গিয়েছে ইস্টবেঙ্গলের যাবতীয় আক্রমণ।
ম্যাচের আগেই কনস্টানটাইন স্বীকার করে নিয়েছিলেন দলের ফুটবলাররা পরস্পরের সঙ্গে কোনওদিন খেলেনি। আপাতত দলের মধ্যে বোঝাপড়ার উন্নতি ঘটানোই তাঁর লক্ষ্য।
ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে কার্যত সপ্তাহ দেড়েক অনুশীলনের পর কেমন পারফর্ম করেন লাল হলুদের নতুন ফুটবলাররা, তা দেখার ছিল। সেই হিসাবে সোমবার যে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল, সেটাই অনেক।
প্ৰথম ৪৫ মিনিট দুই দলই নিজেদের মধ্যে বল পজেশন ধরে রাখার দিকে নজর রেখেছিল। তাই খুব বেশি গোলের সুযোগ তৈরি হয়নি। বিরতির পর ইন্ডিয়ান নেভি আক্রমণে তেজ বাড়িয়েছিল। ৫৫ মিনিটে ইস্টবেঙ্গল বিপজ্জনক জায়গায় ফ্রি-কিক পেলেও সুবিধা করতে পারেনি।
আরও পড়ুন: ডুরান্ড চ্যাম্পিয়ন, বাগানের প্রাক্তন তারকাকে সই ইস্টবেঙ্গলের! একসঙ্গে ৫ ফুটবলার লাল-হলুদে
ইস্টবেঙ্গল সবথেকে ভালো সুযোগ পেয়েছিল ৭৪ মিনিটে। সুমিত পাসসি মাঝমাঠ থেকে দারুণ থ্রু বল পেয়েছিলেন। সামনে গোলকিপারকে একা পেয়েও গোলের খাতা খুলতে পারেননি সুমিত।
সিনিয়র দলে সুযোগ পেয়ে তুহিন বেশ পরিশ্রমী পারফরম্যান্স করলেন। তবে তিনিই একটি গোলের সুযোগ নষ্ট করেন।
ইস্টবেঙ্গল: কমলজিৎ সিং, নুঙ্গা, সুমিত পাসসি, অনিকেত যাদব, অমরজিৎ সিং কিয়াম, ভিপি সুহের, আঙ্গুসানা, মোবাসির রহমান, অঙ্কিত মুখোপাধ্যায়, নাওরেম মহেশ, প্রীতম সিং