Advertisment

হার জয় যাই হোক না কেন! ইমামির ডার্বি-বার্তা এবার ইস্টবেঙ্গল সমর্থকদের

স্টিফেন কনস্টানটাইন ভারতীয় ফুটবলে অভিজ্ঞ। তবে ময়দানি ডার্বিতে আত্মপ্রকাশ করতে চলেছেন রবিবার।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এটিকে মোহনবাগান নিজেদের শক্তি সেভাবে দেখাতে পারেনি প্রথম দুই ম্যাচে। চিরপ্রতিদ্বন্দিদের বিরুদ্ধে ধারে-ভারে পিছিয়ে থাকলেও এবার ইস্টবেঙ্গল ডার্বি জিতেই যুবভারতী ছাড়তে চাইছে। শেষ বার প্রাক করোনা পর্বে দুই দল যুব ভারতীতে মুখোমুখি হয়েছিল জানুয়ারির ১৯, ২০২০-এ। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ইস্টবেঙ্গলে তৃতীয় ইনভেস্টর হিসাবে আবির্ভাব ঘটেছে ইমামির। কলকাতার দুই প্রধানই আপাতত আইএসএল-এর অংশ। শেষ পাঁচ ডার্বি মিলিয়ে ইস্টবেঙ্গল একটাও জয় লাভ করেনি। লাল-হলুদ শিবির শেষবার জয় পেয়েছিল ২০১৯-এ জানুয়ারির ২৭-এ।

Advertisment

শেষ দুই ডার্বি হয়েছিল গোয়ায়। ক্লোজড ডোরে। দু-বছর পর গ্যালারি ভর্তি স্টেডিয়ামে নামবে দুই দল। তাই উত্তেজনা তুঙ্গে। টিকিট বিক্রি শুরু হওয়ার একঘন্টার মধ্যেই টিকিট নিঃশেষিত। শুধু কলকাতা নয়, শিলিগুড়ি, কোচবিহার সহ জেলার শহর থেকেও সমর্থকদের আগমন ঘটেছে ডার্বি উপলক্ষ্যে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে নিয়ে ভাবার কোনও প্রয়োজনই নেই! ডার্বির আগে বিধ্বংসী বাগান ক্যাপ্টেন কাউকো

এমন আবহে দুই দলই নিজেদের স্কোয়াড নতুন করে গড়ে তোলার মুডে। এটিকে মোহনবাগান শিবিরে এবার একাধিক বদল ঘটেছে। হুয়ান ফেরান্দোর বাগান থেকে প্রস্থান ঘটেছে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, সন্দেশ ঝিংগান, প্রবীর দাসের মত প্ৰথম সারির তারকাদের। আপফ্রন্টে প্রতিভাবান কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ানদের বাগান কোচ ব্যবহার করলেও এখনই রয় কৃষ্ণদের বিকল্প হয়ে ওঠার হদিশ দিতে পারেননি। প্ৰথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হার এবং মুম্বই সিটির বিরুদ্ধে ড্র-য়ের ম্যাচেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।

এমন অবস্থায় পোড়খাওয়া স্টিফেন কনস্টানটাইন ইস্টবেঙ্গলকে ডার্বি জয়ের সরণিতে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। টানা দুটো ম্যাচে ড্র করে গ্রুপে অপরাজিত থেকে ডার্বিতে নামছে লাল-হলুদ শিবির। দায়িত্ব থাকবে ক্যাপ্টেন ভিপি সুহেরের ওপর। এছাড়াও গ্রুপের প্ৰথম দুই ম্যাচে নজর কেড়েছেন তুহিন দাস এবং অনিকেত যাদবের মত দুই তরুণ তুর্কি।

আরও পড়ুন: ডার্বির আগেই খোলা চিঠি ইস্টবেঙ্গলে! ইমামির ঘোষণায় চমকে গেল কলকাতা ময়দান

কনস্টানটাইন অবশ্য অনেকটাই বাস্তববাদী। তিনি জানিয়ে দিয়েছেন, "ডার্বি কঠিন লড়াই হতে চলেছে আমাদের জন্য। ভারতীয় ফুটবলে ওঁদের কোচ দারুণ সফল। বিদেশি তো বটেই ওদের স্কোয়াডে বেশ কয়েকজন ভালো মানের ভারতীয় তারকাও রয়েছে। সকলের শেষে আমরা প্রস্তুতি শুরু করেছি। তবে আমরা ডার্বিতে নামার জন্য মুখিয়ে রয়েছি।"

"সকলকে ম্যাচ ফিট করে নেওয়ার চেষ্টায় রয়েছি আপাতত। এখনও দল পুরোপুরি গুছিয়ে নিতে পারিনি। আশা করি ডার্বি আমাদের গুছিয়ে নেওয়ার এবং পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ নিয়ে হাজির হবে। শুধু এই ম্যাচেই নয়, সমস্ত ম্যাচেই ভালো পারফর্ম করার চেষ্টা আমরা চালিয়ে যাব।"

আরও পড়ুন: ইস্টবেঙ্গল ভালো দল, তবে ডার্বি জিতছি আমরাই! ময়দান থেকেই হুঙ্কার বাগান-বস ফেরান্দোর

এদিকে ম্যাচের আগেই সমর্থকদের উদ্দেশ্যে নয়া বার্তা নিয়ে হাজির হল ইনভেস্টর ইমামি গ্রুপ। বিনিয়োগকারীদের তরফে বলা হল, "ফুটবল সবসময়েই অনিশ্চয়তার খেলা। এখানেই খেলার জাদু লুকিয়ে। তাই আপনারা যারা এই পরিবারের অংশ তাঁদের কাছে আমাদের একান্ত অনুরোধ, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দলকে সমর্থন জারি রাখুন। আপনাদের সমর্থন দলের পক্ষে সবসময় জরুরি।"

atk-mohun-bagan Mohunbagan ATK Mohun Bagan Indian Football Kolkata Football East Bengal Club East Bangal East Bengal Eastbengal
Advertisment