বিরতির বাঁশি বাজার ঠিক আগেই গোল। এটিকে মোহনবাগানের জালে বল ঢোকাতে গিয়ে শেষমেশ নিজেদের গোলেই বল জড়িয়ে দিলেন সুমিত পাসসি। আত্মঘাতী গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। কর্ণার থেকে তোলা বল ক্লিয়ার করতে গিয়ে সুমিত পাসসি নিজেদের জালে বল জড়াল। সঙ্গে সঙ্গেই হাফটাইমের বাঁশি বাজিয়ে দেন রেফারি। দ্বিতীয়ার্ধেও খেলার ফল একই থাকে। গোল শোধ করতে ব্যর্থ ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম ডার্বির রং হল সবুজ-মেরুন।
বল পজেশন থেকে ম্যাচের আধিপত্য-সবেতেই এগিয়ে এটিকে মোহনবাগান। বারবার লাল-হলুদ রক্ষণে হানা দিচ্ছেন সবুন মেরুন তারকারা। ১৬ মিনিটে আশিক কুরুনিয়ান একাই কার্যত ইস্টবেঙ্গল ডিফেন্সকে মাটি ধরিয়ে গোল করে গিয়েছিলেন। তবে শেষমেশ সাইড নেটে লেগে বল প্রতিহত হয়। ঢেউয়ের মত ইস্টবেঙ্গল অর্ধে আক্রমণ শানিয়ে যাচ্ছে লিস্টন, আশিকরা। গোলটাই স্রেফ আসছে না।
আশিস রাই বক্সের মধ্যে লিস্টনকে পাস বাড়াতে গিয়েছিলেন। তবে লাল-হলুদ রক্ষণ ঠান্ডা মাথায় বল ক্লিয়ার করে দেয়। যদিও আশিস মাটিতে লুটিয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পরে তিনি অবশ্য খেলা চালিয়ে যান। একটা মিসপাস ধরে কোলাসো ফের একবার নাস্তানাবুদ করেছিলেন লাল-হলুদ রক্ষণকে। একটু দূরত্ব থেকে গোলমুখী শটও নিয়েছিলেন। তবে দুর্বল পায়ে জোরালো শট নিতে পারেননি গোয়ান তারকা।
আজ ডার্বিতে এটিকে-মোহনবাগানের লাইন-আপ দেখে নিন একনজরে-
এটিকে মোহনবাগান: বিশাল কাইথ, ফ্লোরেন্তিন পোগবা, জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বৌমাস, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, প্রীতম কোটাল, দীপক টাংরি, আশিস রাই
আরও পড়ুন সই করেও ইস্টবেঙ্গল ছাড়লেন বাঙালি সুপারস্টার! ডার্বির দিনে উগরে দিলেন যাবতীয় ক্ষোভ
আজকের ম্যাচে ইমামি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ দেখে নিন একনজরে-
ইস্টবেঙ্গল: কমলজিৎ সিং, ইভান গঞ্জালেজ, নুঙ্গা, সুমিত পাসসি, এলিয়ান্দ্র, আঙ্গুসানা, আলেক্স লিমা, জেরি, সৌভিক চক্রবর্তী, প্রীতম সিং, কিরিয়াকু
-
Aug 28, 2022 20:06 ISTদেখুন সেই আত্মঘাতী গোল
আত্মঘাতী গোলে মরশুমের প্রথম ডার্বিতে হার ইস্টবেঙ্গলের। দেখুন সেই সেমসাইড গোল শশী ঘোষের ক্য়ামেরায়।
-
Aug 28, 2022 19:57 ISTমরশুমের প্রথম ডার্বির রং হল সবুজ-মেরুন
দ্বিতীয়ার্ধেও খেলার ফল একই থাকে। গোল শোধ করতে ব্যর্থ ইস্টবেঙ্গল। মরশুমের প্রথম ডার্বির রং হল সবুজ-মেরুন।
-
Aug 28, 2022 19:57 ISTএকসঙ্গে তিনটে পরিবর্তন করেছিল ইস্টবেঙ্গল
দ্বিতীয়ার্ধে একসঙ্গে তিনটে পরিবর্তন করেছিল ইস্টবেঙ্গল। হিমাংশু জাংরা, অনিকেত যাদব, ক্লেইটন সিলভাদের নামিয়েছিলেন কোচ কনস্টানটাইন।
-
Aug 28, 2022 19:17 ISTহলুদ কার্ড দেখলেন আশিস রাই
ইভান গঞ্জালেজের মুখে লাথি মেরে হলুদ কার্ড দেখলেন আশিস রাই। স্রেফ হলুদ কার্ড দেখিয়েই ছেড়ে দিল রেফারি
-
Aug 28, 2022 18:56 ISTহাফটাইমে ১-০ গোলে এগিয়ে বাগান
আত্মঘাতী গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। বিরতিতে ম্যাচের ফল এটিকে-মোহনবাদানের পক্ষে ১-০।
-
Aug 28, 2022 18:51 ISTআত্মঘাতী গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান
আত্মঘাতী গোলে এগিয়ে গেল এটিকে মোহনবাগান। কর্ণার থেকে তোলা বল ক্লিয়ার করতে গিয়ে সুমিত পাসসি নিজেদের জালে বল জড়াল। সঙ্গে সঙ্গেই হাফটাইমের বাঁশি বাজিয়ে দেন রেফারি
-
Aug 28, 2022 18:51 ISTগোল....! বিরতির আগে এগিয়ে গেল মোহনবাগান
বিরতির বাঁশি বাজার ঠিক আগেই গোল। এটিকে মোহনবাগানের জালে বল ঢোকাতে গিয়ে শেষমেশ নিজেদের গোলেই বল জড়িয়ে দিলেন সুমিত পাসসি
-
Aug 28, 2022 18:47 ISTইস্টবেঙ্গল যেন আত্মবিশ্বাস ছাড়াই খেলতে নেমেছে
অন্যদিকে, ইস্টবেঙ্গল যেন আত্মবিশ্বাস ছাড়াই খেলতে নেমেছে। কোনওরকমে বাগানের ঝড় সামলে ড্র করাই যেন মোক্ষ। মাঝে মাঝে আক্রমণে উঠলেও সেই প্রচেষ্টা অন্তত এলিয়ান্দ্র, সুমিত পাসসিদের দেখা যাচ্ছে না
-
Aug 28, 2022 18:47 ISTইস্টবেঙ্গল যেন আত্মবিশ্বাস ছাড়াই খেলতে নেমেছে
অন্যদিকে, ইস্টবেঙ্গল যেন আত্মবিশ্বাস ছাড়াই খেলতে নেমেছে। কোনওরকমে বাগানের ঝড় সামলে ড্র করাই যেন মোক্ষ। মাঝে মাঝে আক্রমণে উঠলেও সেই প্রচেষ্টা অন্তত এলিয়ান্দ্র, সুমিত পাসসিদের দেখা যাচ্ছে না
-
Aug 28, 2022 18:47 ISTফেরান্দোর কপালের ভাঁজ আরও চওড়া হচ্ছে
একাধিকবার গোলের সুযোগ পেয়েও সেই জন্য ডাগ আউটে কোচ ফেরান্দোর কপালের ভাঁজ আরও চওড়া হচ্ছে
-
Aug 28, 2022 18:44 ISTমোহনবাগান ডার্বিতেও ফিনিশারের অভাবে ভুগছে
প্ৰথম দুই ম্যাচের মত এটিকে মোহনবাগান ডার্বিতেও ফিনিশারের অভাবে ভুগছে। পজিটিভ স্ট্রাইকারের অভাব বারবার অনুভূত হচ্ছে
-
Aug 28, 2022 18:37 ISTলিস্টনের গোলমুখী শট, কিন্তু গোল এল না
একটা মিসপাস ধরে কোলাসো ফের একবার নাস্তানাবুদ করেছিলেন লাল-হলুদ রক্ষণকে। একটু দূরত্ব থেকে গোলমুখী শটও নিয়েছিলেন। তবে দুর্বল পায়ে জোরালো শট নিতে পারেননি গোয়ান তারকা।
-
Aug 28, 2022 18:30 ISTমাটিতে লুটিয়ে পড়লেন বাগানের আশিস
আশিস রাই বক্সের মধ্যে লিস্টনকে পাস বাড়াতে গিয়েছিলেন। তবে লাল-হলুদ রক্ষণ ঠান্ডা মাথায় বল ক্লিয়ার করে দেয়। যদিও আশিস মাটিতে লুটিয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার পরে তিনি অবশ্য খেলা চালিয়ে যান।
-
Aug 28, 2022 18:29 ISTঢেউয়ের মত ইস্টবেঙ্গল অর্ধে আক্রমণ
ঢেউয়ের মত ইস্টবেঙ্গল অর্ধে আক্রমণ শানিয়ে যাচ্ছে লিস্টন, আশিকরা। গোলটাই স্রেফ আসছে না।
-
Aug 28, 2022 18:23 ISTসবেতেই এগিয়ে এটিকে মোহনবাগান
বল পজেশন থেকে ম্যাচের আধিপত্য-সবেতেই এগিয়ে এটিকে মোহনবাগান। বারবার লাল-হলুদ রক্ষণে হানা দিচ্ছেন সবুন মেরুন তারকারা। ১৬ মিনিটে আশিক কুরুনিয়ান একাই কার্যত ইস্টবেঙ্গল ডিফেন্সকে মাটি ধরিয়ে গোল করে গিয়েছিলেন। তবে শেষমেশ সাইড নেটে লেগে বল প্রতিহত হয়।
-
Aug 28, 2022 18:13 ISTশুরুতেই ফাউলের বন্যা দুই দলের
ম্যাচ মোটেই মসৃণ ছন্দে ধরা দিচ্ছে না। দুই দলই প্ৰথমদিকে একের পর এক অপ্রয়োজনীয় ফাউল করে চলেছে
-
Aug 28, 2022 18:02 ISTইস্টবেঙ্গল একাদশে পাঁচ পরিবর্তন
ইস্টবেঙ্গল একাদশে পাঁচ পরিবর্তন। অনিকেত, অমরজিৎ, তুহিন, সুহেরকে প্ৰথম একাদশে রাখলেন না কোচ স্টিফেন কনস্টানটাইন
-
Aug 28, 2022 17:45 ISTএকনজরে মোহনবাগানের লাইন-আপ
এটিকে মোহনবাগান: বিশাল কাইথ, ফ্লোরেন্তিন পোগবা, জনি কাউকো, কার্ল ম্যাকহিউ, হুগো বৌমাস, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, প্রীতম কোটাল, দীপক টাংরি, আশিস রাই
-
Aug 28, 2022 17:45 ISTএকনজরে ইস্টবেঙ্গলের লাইন-আপ
ইস্টবেঙ্গল: কমলজিৎ সিং, ইভান গঞ্জালেজ, নুঙ্গা, সুমিত পাসসি, এলিয়ান্দ্র, আঙ্গুসানা, আলেক্স লিমা, জেরি, সৌভিক চক্রবর্তী, প্রীতম সিং, কিরিয়াকু
-
Aug 28, 2022 17:18 ISTইস্ট-মোহনের উত্তাপ মাঠের বাইরেও, দেখুন ছবি
ডার্বির উত্তাপে ফুটছে বাংলা। যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সবুজ-মেরুন এবং লাল-হলুদ শিবিরের সমর্থকদের ভিড়। একে অপরকে আক্রমণ শানাচ্ছেন। তারই কিছু ধলক ধরা পড়ল শশী ঘোষের ক্যামেরায়
-
Aug 28, 2022 16:40 ISTডার্বির আগে বিধ্বংসী বাগান ক্যাপ্টেন কাউকো
ডার্বির ফারাক গড়ে দিতে পারে তাঁর পা। তাঁর ডিফেন্স চেরা পাস ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে নিমেষে। তবে সমর্থকদের সামনে এবারই প্ৰথমবার ডার্বি খেলবেন বাগান জনতার হার্টথ্রব জনি কাউকো। মহা-ম্যাচের আগে নিজেই সেই কথা স্বীকার করে নিলেন। ইউরো কাপে খেলা ফিনিশ মিডিও বলে দিলেন, “ডার্বির গুরুত্ব সম্পর্কে ভালো মতই ওয়াকিবহাল আমি। যেকোনও জায়গায় ডার্বি সবসময়েই আলাদা গুরুত্বের। ফিনল্যান্ড হোক বা কলকাতা-ডার্বি সব জায়গাতেই গুরুত্বপূর্ণ। গোয়ায় ডার্বি খেলার সময় সমর্থকদের কাছ থেকে যা শুভেচ্ছা বার্তা পেয়েছি সোশ্যাল মিডিয়ায় তাতে কলকাতায় এই ম্যাচ যে স্পেশ্যাল হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই। মাঠে গ্যালারি ভর্তি দর্শক থাকবে। এটাই তো সবথেকে বড় মোটিভেশন হতে চলেছে।”
-
Aug 28, 2022 16:37 ISTইমামির ডার্বি-বার্তা এবার ইস্টবেঙ্গল সমর্থকদের
ম্যাচের আগেই সমর্থকদের উদ্দেশ্যে নয়া বার্তা নিয়ে হাজির হল ইনভেস্টর ইমামি গ্রুপ। বিনিয়োগকারীদের তরফে বলা হল, “ফুটবল সবসময়েই অনিশ্চয়তার খেলা। এখানেই খেলার জাদু লুকিয়ে। তাই আপনারা যারা এই পরিবারের অংশ তাঁদের কাছে আমাদের একান্ত অনুরোধ, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, দলকে সমর্থন জারি রাখুন। আপনাদের সমর্থন দলের পক্ষে সবসময় জরুরি।”
-
Aug 28, 2022 16:35 ISTসই করেও ইস্টবেঙ্গল ছাড়লেন বাঙালি সুপারস্টার!
সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার তেকাঠির নীচে স্টিফেন কনস্টানটাইন হয়ত তাঁর উপরেই ভরসা করতেন। ডার্বিতে অনভিজ্ঞ পবন কুমার বা কমলজিতকে নামানোর সাহস দেখাতেন না। তবে ইস্টবেঙ্গল থেকে ব্রাত্য হয়ে শুভাশিস রায়চৌধুরি শহরই ছেড়ে দিলেন। পাড়ি দিলেন কাশ্মীরে। রিয়েল কাশ্মীরের হয়ে তিনি এবার আইলিগে দুর্গ সামলাবেন।