Advertisment

রবিবাসরীয় ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান! চরম উত্তেজক লড়াইয়ে কখন, কোথায় চোখ রাখবেন

ডার্বিতে যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল-এটিকে মোহনবাগান। দীর্ঘ দু-বছর পর সমর্থকদের সামনে ডার্বি খেলবে দুই দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টানা দু-বছর পর সমর্থক ভর্তি গ্যালারিতে ফিরছে কলকাতার ডার্বি। করোনা কেড়ে নিয়েছিল ডার্বির দর্শক। করোনা মিটতেই এবার স্বমহিমায় হাজির চিরচেনা মহা-যুদ্ধ। শক্তিশালী দল নিয়েও প্ৰথম দুই ম্যাচ থেকে ১ পয়েন্টের বেশি অর্জন করতে পারেনি এটিকে মোহনবাগান। রাজস্থানের কাছে প্ৰথম ম্যাচে মুখ থুবড়ে পড়ার পরে দ্বিতীয় ম্যাচেই মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ড্র করেছিল সবুজ মেরুন শিবির।

Advertisment

দুই দলই নিজেদের স্কোয়াড নতুন করে গড়ে তোলার মুডে। এটিকে মোহনবাগান শিবিরে এবার একাধিক বদল ঘটেছে। হুয়ান ফেরান্দোর বাগান থেকে প্রস্থান ঘটেছে রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, সন্দেশ ঝিংগান, প্রবীর দাসের মত প্ৰথম সারির তারকাদের। আপফ্রন্টে প্রতিভাবান কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ানদের বাগান কোচ ব্যবহার করলেও এখনই রয় কৃষ্ণদের বিকল্প হয়ে ওঠার হদিশ দিতে পারেননি। প্ৰথম ম্যাচে রাজস্থান ইউনাইটেডের কাছে হার এবং মুম্বই সিটির বিরুদ্ধে ড্র-য়ের ম্যাচেই তা স্পষ্ট হয়ে গিয়েছে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে নিয়ে ভাবার কোনও প্রয়োজনই নেই! ডার্বির আগে বিধ্বংসী বাগান ক্যাপ্টেন কাউকো

অন্যদিকে, ইস্টবেঙ্গল শেষবেলায় কোনওরকমে জোড়া তালি দিয়ে দল গঠন করলেও প্ৰথম দুই ম্যাচেই ড্র করে অপরাজিত। এমন অবস্থায় ধুরন্ধর কোচ কনস্টানটাইন এটিকে মোহনবাগানকে হারানোর ছক কষে ফেলেছেন। শেষ পাঁচ ডার্বিতেই হারতে হয়েছিল ইস্টবেঙ্গল। এবার সেই ফলাফল বদলানোর প্ল্যান করছেন লাল-হলুদের ব্রিটিশ কোচ। প্ৰথম দুই ম্যাচে নবাগত দুই তরুণ তুর্কি অনিকেত যাদব এবং তুহিন দাস নজর কেড়েছেন উইং ধরে আক্রমণ শানানোর ক্ষেত্রে। ডার্বিতে অধিনায়ক ভিপি সুহের কেমন খেলেন, সেদিকেও নজর থাকবে।

আরও পড়ুন: ডার্বির আগেই খোলা চিঠি ইস্টবেঙ্গলে! ইমামির ঘোষণায় চমকে গেল কলকাতা ময়দান

ইমামি ইস্টবেঙ্গল বনাম এটিকে মোহনবাগান ম্যাচের দিনক্ষণ:
তারিখ- ২৮ অগাস্ট, ২০২২
ম্যাচ শুরু- সন্ধ্যা ৬ টায়

কীভাবে দেখবেন রবিবারের মহা-ডার্বি:
স্পোর্টস-১৮ নেটওয়ার্কে সরাসরি খেলা দেখা যাবে টিভিতে। ইংরেজি সম্প্রচার হবে স্পোর্টস-১৮ এইচডি-তে। হিন্দিতে ম্যাচ উপভোগ করার জন্য ফলো করুন স্পোর্টস-১৮ খেল।

ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ভুত, জিও টিভি এপে।

Eastbengal Mohunbagan East Bengal Kolkata Football Indian Football ATK Mohun Bagan East Bangal atk-mohun-bagan East Bengal Club Durand Cup
Advertisment