শেষ মিনিটের গোলে স্বপ্নভঙ্গ মহামেডানের! ইস্ট-মোহনের পর এবার ডুরান্ড-বিদায় সাদা-কালোদেরও

শক্তিশালী মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই সিটি এফসি। জিতে ফাইনালে পৌঁছতে মরিয়া ছিল সাদা-কালো বাহিনী।

শেষ মিনিটের গোলে স্বপ্নভঙ্গ মহামেডানের! ইস্ট-মোহনের পর এবার ডুরান্ড-বিদায় সাদা-কালোদেরও

মহামেডান: ০
মুম্বই সিটি এফসি: ১ (বিপিন)

স্বপ্নভঙ্গ মহামেডানের। কলকাতার একমাত্র দল হিসেবে ডুরান্ডের সেমিফাইনালে পৌঁছেছিল মহামেডান। তবে একদম শেষ মুহূর্তে সংযোজিত সময়ের গোলে স্বপ্ন ভেঙ্গে গেল সাদা-কালো বাহিনীর।

প্ৰথমবার আইএসএলে খেলতে নেমেছে মুম্বই সিটি এফসি। আর প্ৰথম আবির্ভাবেই ফাইনালে পৌঁছে গেল দেশ ব্যাকিংহ্যামের দল। নির্ধারিত সময়ে বাঁশি বাজার ঠিক আগে মুম্বইয়ের হয়ে জয়সূচক গোল করে যান বিপিন সিং। গোলের জন্য বল সাজিয়ে দিয়েছিলেন চলতি টুর্নামেন্টে দুর্ধর্ষ ফর্মে থাকা ছাংতে।

আরও পড়ুন: এই তিন তারকাই এবার ট্রাম্প-কার্ড স্টিফেনের! লাল-হলুদ জার্সিতে মন মাতাতে পারেন এঁরা

এমনিতে ম্যাচ শুরুর আগেই ফেভারিটের তকমা পেয়ে গিয়েছিল মুম্বই সিটি এফসি। চলতি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো খেলে আসা মহামেডানের অঘটনের পক্ষেও অনেকে বাজি ধরেছিলেন। ম্যাচে তাঁদের বক্তব্য সঠিক প্রমাণ করেই শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেল মহামেডান। জানান দিল, আইএসএল-এর দলগুলির সঙ্গে পাঙ্গা নিতে তৈরি এই সাদা-কালো বাহিনী। তবে একদম শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গের সাক্ষী থাকল কলকাতার অন্যতম প্রধান।

সেমিফাইনালে লড়াই অবশ্য মোটেই সহজ হয়নি মুম্বইয়ের। প্ৰথম থেকেই বল পজেশনে এগিয়ে থেকে আক্রমণ শানাচ্ছিল দাউদা, মার্কাস জোসেফরা। দুই দলই গোল করার সুযোগ পেয়েছিল বিরতির আগে। তবে গোলের মুখ খুলতে পারেনি দুই দলই।

দ্বিতীয়ার্ধে বিরতির পরেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল মুম্বই। ৫৯ মিনিটে মহামেডানের দুরন্ত রক্ষণকে বেআব্রু করে গ্রেগ স্টিওয়ার্ট ওয়াল পাস বাড়িয়েছিলেন গুরকিরতকে। তবে শট দুর্ধর্ষভাবে রুখে দেন সাদা-কালো গোলরক্ষক জোথান মাওয়াইয়া।

দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে কোচ চেরনিশভ মোট পাঁচটি বদল ঘটিয়েছিলেন। ওয়েন ভাজ, আলবার্তো নগুয়েরা, ইয়ামনাম গোপি, অভিষেক হালদারদের নামিয়ে দিয়েছিলেন। তবে গোলের মুখ খুলতে পারেননি সাদা-কালো তারকারা। তারপরে একদম শেষ লগ্নের গোলে খতম হয়ে যায় মহামেডানের ডুরান্ড অভিযান।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Durand cup 2022 heartbreak for mohammedan sc as mumbai city fc breaks the deadlock in injury time winner

Next Story
KKR-কে প্রায় একার হাতে চ্যাম্পিয়ন করেন! বুধবার সকলকে কাঁদিয়ে অবসর টিম ইন্ডিয়ার সুপারস্টারের
Exit mobile version