মহামেডান এসসি: ৩ (ফজলু রহমান, অভিষেক হালদার, শেখ ফৈয়াজ)
জামশেদপুর এফসি: ০
ডুরান্ডে মহামেডানের স্বপ্নের দৌড় অব্যাহত। প্ৰথম ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে রোমহর্ষক প্রত্যাবর্তন ঘটিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল সাদা-কালো বাহিনী। রবিবার মহামেডান অবশ্য কোনওরকম চ্যালেঞ্জের সামনেই পড়ল না। জামশেদপুর এফসির রিজার্ভ দলকে উড়িয়ে দিল ৩-০ ব্যবধানে। দাঁড়াতেই পারল না শিল্প শহরের ফ্র্যাঞ্চাইজি দল।
কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচের প্ৰথম থেকেই দাপট ছিল মহামেডানের। ৩৮ মিনিটেই চেরনিশভের দল এগিয়ে যায়। কর্ণার থেকে ওঠা বলে হেড নিয়েছিলেন কিমা। সেই বল গোলকিপার বাঁচিয়ে দিলেও রিটার্ন বল থেকে গোল করে মহামেডানকে এগিয়ে দেন ফজলু রহমান।
প্রথমার্ধের শেষের দিকেই সমতা ফিরিয়ে দেওয়ার মোক্ষম সুযোগ পেয়েছিল। তবে সহজ সুযোগ মিস করে বসে জামশেদপুর।
দ্বিতীয়ার্ধে মাত্র দু-মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় মহামেডান। প্ৰথমে মার্কাসের পাস ধরে দারুণ ফিনিশিংয়ে ২-০ করেন অভিষেক হালদার। তৃতীয় গোলের ক্ষেত্রেও অবদান মার্কাসের। তারকা ফুটবলারের থ্রু পাস ধরে ৩-০ জেতা নিশ্চিত করেন শেখ ফৈয়াজ।