Advertisment

প্ৰথম ম্যাচেই ভিলেন খাবরা! শেষ ৬ মিনিটে ২ গোল হজম করে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল

বাগানের কাছে পাঁচ গোল হজম করে ইস্টবেঙ্গলের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ আর্মি

author-image
Subhasish Hazra
New Update
NULL

ইস্টবেঙ্গল: ২ (ক্রেসপো, সিভেরিও)
বাংলাদেশ আর্মি: ২ (শাহরিয়ার, মিরাজ)

Advertisment

ডুরান্ডের প্ৰথম ম্যাচে খেলতে নেমেই লাল কার্ড, দুই বিদেশির জোড়া গোল দেখল লাল-হলুদ শিবির। মোহনবাগানের কাছে পাঁচ গোল হজম করা বাংলাদেশ আর্মি ০-২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ২ গোল করে ড্র করল ইস্টবেঙ্গলের বিপক্ষে। ২ গোলের লিড নিয়েও প্ৰথম ম্যাচে আটকে গেল ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে সেভাবে কোনও সুযোগই তৈরি করতে পারেনি বাংলাদেশ আর্মি। তা স্বত্ত্বেও ইস্টবেঙ্গলকে রুখে দিল ওপার বাংলার দলটি।

গ্রুপ-এ'র ম্যাচে খেলতে নেমে প্রথমার্ধের শেষলগ্নে পেনাল্টি থেকে ক্রেসপোর করা গোল এবং জেভিয়ের সিভেরিওর গোলে বিরতির আগেই জোড়া গোলে এগিয়ে গিয়েছিল। তবে কনুই মেরে দ্বিতীয়ার্ধে নিশু কুমার লাল কার্ড হজম করে বাংলাদেশ আর্মিকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয়। দশ জনের ইস্টবেঙ্গলকে পেয়ে দু-গোল শোধ করে দিতে সমস্যা হয়নি বাংলাদেশ আর্মির। ৮৮ মিনিটে শাহরিয়ার প্ৰথমে ব্যবধান কমান। এরপরে খাবরার দুর্বল ব্যাক পাস ধরে মিরাজের গোলে সমতা ফেরায় বাংলাদেশ।

মোহনবাগান কলকাতা লিগ এবং ডার্বিতে রিজার্ভ স্কোয়াড খেলাচ্ছে। তবে ইস্টবেঙ্গল ডুরান্ডে খেলতে নেমেছে পূর্ণ শক্তির দল গড়েই। আইএসএল-এর সম্ভাব্য প্ৰথম একাদশের প্রায় সমস্ত তারকাই রবিবার লাল-হলুদ জার্সিতে গায়ে নেমে পড়েছিলেন। কোচ কুয়াদ্রাত বিদেশি হিসাবে ক্রেসপো, জেভিয়ের সিভেরিওকে যেমন নামিয়ে দিয়েছিলেন। তেমন মন্দার রাও দেশাই, নিশু কুমার, গুরকিরত সিং, প্রভসুখন গিল, খাবরা, নন্দকুমার, নাওরেম মহেশদের মত তারকাদের নামিয়ে দিয়েছিলেন।

প্ৰথম থেকেই ম্যাচের রাশ নিয়ে নিয়েছিল লাল-হলুদ বাহিনী। ৫ মিনিটেই গোলের দেখা পায় ইস্টবেঙ্গল। মন্দারের ক্রস থেকে সিভেরিও জালে বল জড়িয়েও দেন। তবে পরে দেখা যায় হাত স্পর্শ করেছে স্প্যানিশ তারকার। হ্যান্ডবলের জন্য গোল বাতিল করা হয়।

এরপরে একের পর এক ইস্টবেঙ্গলের আক্রমণের ঢেউ উঠেছিল আর্মি অর্ধে। তবে গোলের দেখা মেলেনি। ৩২ মিনিটে প্ৰথম গোল পায় ইস্টবেঙ্গল। নিশু কুমারকে বক্সের মধ্যে ফাউল করেন আর্মি রেফারি। ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করেন ক্রেসপো। প্রথমার্ধের সংযোজিত সময়ে ইস্টবেঙ্গল ২-০ করে। আর্মি কিপারকে বোকা বানিয়ে সিভেরিও লাল-হলুদের হয়ে দ্বিতীয় গোল করে যান।

এরপরে গোটা ম্যাচ জুড়েই ইস্টবেঙ্গল আধিপত্য নিয়ে খেলল। তবে শেষদিকে লাল কার্ড ম্যাচের মোমেন্টামটাই বদলে দেয়। যে কারণে পয়েন্ট খুঁইয়ে প্ৰথম ম্যাচেই হতাশ হতে হল ইস্টবেঙ্গলকে।

Eastbengal East Bengal Kolkata Football Indian Football East Bangal East Bengal Club
Advertisment