Advertisment

ইস্টবেঙ্গলের গর্ব কলঙ্কিত সমর্থকদের কুকীর্তিতে! মুখ খুললেন ইস্টবেঙ্গল কর্তাও

ইস্টবেঙ্গলের স্মরণীয় জয় ম্লান সমর্থকদের জন্যই

author-image
Subhasish Hazra
New Update
NULL

ঐতিহাসিক ম্যাচ। হেরে যেতে যেতে জিতে যাওয়ার ম্যাচ। ফিনিক্স পাখির মত বেঁচে ওঠার ম্যাচ। ডুরান্ডের সেমিফাইনাল ম্যাচ দেখিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল এখনও ফিরে আসতে পারে। রিগর মর্টিস সেট হয়ে যাওয়ার পরেও সটান উঠে দাঁড়াতে পারে। আর যে ম্যাচ হয়ে উঠেছে গর্বের, আবেগের, বুক ভরা উচ্ছ্বাসের। সেই ম্যাচেই ইস্টবেঙ্গলের জার্সিতে লেগে গেল কলঙ্কের কালি। ফুটবলাররা যে রাতে গর্ব উপহার দিলেন। সেই গর্বের মশাল কেলেঙ্কারিতে চুবিয়ে দিলেন কতিপয় ইস্টবেঙ্গল সমর্থক।

Advertisment

০-২ গোলে পিছিয়ে থাকা অবস্থায় টাইব্রেকারে স্মরণীয় জয় ছিনিয়ে নেওয়ার পরবর্তী সময়েই ইস্টবেঙ্গল সমর্থকরা কলুষিত করলেন যুবভারতী। নর্থইস্ট সমর্থকদের বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করার অভিযোগ উঠল অবলীলায়।

এমনিতেই উত্তর পূর্বাঞ্চলের মণিপুর এখনও তপ্ত। যে ঘটনায় উত্তাল হয়েছে কেন্দ্রীয় রাজনীতি। এমন আবহেই নর্থইস্ট ইউনাইটেড সমর্থকদের হেনস্থা করার অভিযোগ এবারে শোরগোল পড়ে গেল।

ঠিক কী হয়েছিল? মাঠে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেল, মঙ্গলবার টানটান ম্যাচে পেনাল্টি শ্যুট আউটে ইস্টবেঙ্গল জয়ের পরেই নাকি নর্থইস্ট সমর্থকদের ওপর ইটবৃষ্টি শুরু হয়। প্ৰথমে শুরু হয়েছিল বর্ণবিদ্বেষী মন্তব্য থেকে। পরে যা ইটবৃষ্টির পর্যায়ে নেমে আসে। পরে মাঠে উপস্থিত সেনাবাহিনী উদ্ধার করে এসকর্ট করে নিয়ে যায় নর্থইস্ট সমর্থকদের। 

আরও পড়ুন: জাতীয় দলে বাদ পড়তেই জ্বলে উঠলেন ইস্টবেঙ্গল জার্সিতে! ডুরান্ড মাতিয়ে ফের নায়ক ব্রাত্য তারকা

এমনিতেই উত্তর পূর্বাঞ্চলের বাসিন্দাদের ভারতের অন্যত্র জাতি বিদ্বেষের শিকার হওয়া কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই 'নিয়মেই' এবার নাম লেখাল কলকাতা। ইস্টবেঙ্গল সমর্থকদের সৌজন্যে।

যদিও গোটা বিষয় সম্পর্কে কিছু জানেন না বলে জানাচ্ছেন ইস্টবেঙ্গল কর্মসমিতির সদস্য রাজা গুহ। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন, "ইন্ডিয়ান ফুটবলের অভিযোগের কী ভিত্তি রয়েছে! মোহনবাগান ৩০ জনের জায়গায় ৩৪ জনকে খেলাল। ডুরান্ড কমিটিকে বলা হল। কিছু কি হয়েছে? ডুরান্ড কমিটির তো সঙ্গেসঙ্গে সাসপেন্ড করে দেওয়ার কথা। সেটা কি হয়েছে?"

"আমি গতকাল মাঠে ছিলাম। ম্যাচ শেষে বেরিয়েও গিয়েছি। আমি এরকম কোনও কিছু দেখিনি। ইস্টবেঙ্গল এবং নর্থইস্ট ফুটবলার সকলে অভিনন্দন কুড়িয়েছে চারিদিক ঘুরে, একসঙ্গে। এই বিষয়ে আমি পরিষ্কার কিছু জানি না। ক্লাবে দুপুরে যাব।"

নর্থইস্ট ইউনাইটেডের সিইও মন্দার তামহানেকে কল অথবা টেক্সট করা হলেও কোনও জবাব পাওয়া যায়নি।

ঘটনা হল, এখনও পর্যন্ত ডুরান্ড কমিটির কাছে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লে ডুরান্ডের আয়োজক কমিটির শাস্তির নিদান দেবে, সেদিকেই আগ্রহ ফুটবল মহলের।

কয়েক সপ্তাহ আগেই রিয়েল মাদ্রিদের কৃষ্ণাঙ্গ সুপারস্টার ভিনিশিয়াসকে বর্ণবিদ্বেষী মন্তব্যে উত্যক্ত করে তুলছিলেন আতলেতিকো সমর্থকরা। যা নিয়ে ঝড় বয়ে গিয়েছিল ফুটবল বিশ্বে। ইউরোপীয় ফুটবলে এমন ঘটনা আকছার ঘটে। কড়া নিয়ম করেও থামানো যায়নি এই সমস্যা। এবার ভারতীয় ফুটবলেও সেই অসম্মানজনক ঘটনার ঢেউ।

Indian Football Kolkata Football East Bengal Club East Bangal East Bengal Eastbengal
Advertisment