Advertisment

শুক্রবারেই 'কঠিন' গোকুলাম ম্যাচে ইস্টবেঙ্গল! কোথায়, কখন, কোন চ্যানেলে দেখা যাবে

ডুরান্ডের নকআউটে শুক্রবার নামছে ইস্টবেঙ্গল

author-image
Subhasish Hazra
New Update
NULL

শুক্রবার ডুরান্ডের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল এবং গোকুলাম কেরালা। ডুরান্ডের ইতিহাসে যুগ্ম সফলতম দল ইস্টবেঙ্গল। ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছে লাল-হলুদ শিবির।

Advertisment

গোকুলামের বিপক্ষে শেষ ছয় মুখোমুখি সাক্ষাতে ইস্টবেঙ্গল ৩-২ ব্যবধানে এগিয়ে। শেষবার গোকুলাম-ইস্টবেঙ্গল ম্যাচ ড্র হয়েছিল। তবে ডুরান্ডের সেমিতে গোকুলামের ইস্টবেঙ্গলকে হারানোর স্মৃতি রয়েছে।

ইস্টবেঙ্গল গত কয়েক সিজনের ধারাবাহিক ব্যর্থতা ঝেড়ে ফেলে কুয়াদ্রাতের কোচিংয়ে চেনা মেজাজে দেখা যাচ্ছে। ডার্বিতে স্মরণীয় জয়ও পেয়েছে লাল-হলুদ বাহিনী। মোহনবাগানের মত হেভিওয়েট দলকে পেরিয়ে ইস্টবেঙ্গল গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে।

ডুরান্ডের মহারণে নামার আগে কোচ কুয়াদ্রাত বলছিলেন, "আমাদের নিয়ে আগ্রহ অনেক বেশি। তবে নকআউট পর্বে একটা-একটা করে ম্যাচ নিয়ে ভাবতে চাই। গ্রুপ পর্বে বেশ কিছু শক্তিশালী প্রতিপক্ষের মোকাবিলা করেছি আমরা। সেই ম্যাচে দারুণ ফলাফল আমাদের মানসিকতা বাড়িয়ে দিয়েছে। গোকুলাম নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। যুবভারতীতে কঠিন ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য। সমর্থকরা নিশ্চয় 'জয় ইস্টবেঙ্গল' ধ্বনি সমেত গ্যালারিতে হাজির থাকবেন।"

ইস্টবেঙ্গলের জার্সিতে নাওরেম মহেশ, নন্দকুমার, সাউল ক্রেসপো, সিভেরিও, ক্লেইটন সিলভারা যেমন ভরসা যোগাতে হাজির থাকবেন, তেমনই গোকুলামের হয়ে ছাপ ফেলতে চাইবেন শ্রীকুত্তান, সৌরভ, নৌফল, নিলি পার্ডমো, আলেক্স স্যাঞ্চেজরা।

ডুরান্ডের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ কোন দল?

ডুরান্ডের শেষ আটে মুখোমুখি ইস্টবেঙ্গল এবং গোকুলাম কেরালা।

ডুরান্ডের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল কবে?

ডুরান্ডের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল শুক্রবার ২৫ অগাস্ট, ২০২৩।

ডুরান্ডের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল কোথায় হবে?

ডুরান্ডের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল যুবভারতী স্টেডিয়ামে হবে।

ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা ম্যাচ কখন শুরু হবে?

ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৬ টায় শুরু হবে।

ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা ম্যাচের সম্প্রচার কোন চ্যানেলে দেখা যাবে?

ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা ম্যাচ সোনি টেন-২ চ্যানেলে উপভোগ করা যাবে।

ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা ম্যাচের লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

সোনি লাইভ এপে ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা ম্যাচের লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে।

Indian Football Kolkata Football East Bengal Club East Bangal East Bengal Eastbengal
Advertisment