Advertisment

ডার্বি হারের মঞ্চেই খারাপ খবরের স্রোত ইস্টবেঙ্গলে! তারকা বিদেশি হয়ত নেই ISL-এ

বিরাট দুঃসংবাদে তোলপাড় ইস্টবেঙ্গল শিবির

author-image
Subhasish Hazra
New Update
Derby

ডার্বির এক মুহূর্ত (এক্সপ্রেস ফটো পার্থ পাল)

ডার্বিতে হারের রেশ এখনও টাটকা। বহুদিন পর ট্রফি এলেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ সেই অপূর্ণই থেকেছে। এমন অবস্থাতেই এবার ফের খারাপ খবর পেলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ডার্বিতে বড়সড় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল জর্ডন এলসেকে। পরিবর্তে নামানো হয় পারদোকে।

Advertisment

সেই এলসেই এবার বেশ কয়েক মাসের জন্য ছিটকে গেলেন। চোটে কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছিলেন দীর্ঘদেহী অজি সেন্টার ব্যাক। জানা গিয়েছে, হাইভোল্টেজ লড়াইয়ে আচমকা চোট পাওয়ায় ড্রেসিংরুমে ফিরেই কেঁদে ফেলেছিলেন। অপেক্ষা ছিল স্ক্যান রিপোর্টের।

সেই স্ক্যান রিপোর্ট সোমবার হাতে আসতেই দুঃসংবাদ আছড়ে পড়ে লাল-হলুদ তাঁবুতে। তারপরেই সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়, এলসে বেশ কয়েকমাস ছিটকে যাচ্ছেন। খেলতে পারবেন না শুরুর দিকের আইএসএল-এ।

কুয়াদ্রাত সাংবাদিক সম্মেলনে জানান, সাত বছর আগে একইভাবে হাঁটুতে চোট পেয়েছিলেন এলসে। এবার একইভাবে বিশ্রী চোট পাওয়ায় লকার রুমেই কাঁদতে থাকেন এলসে। ২০১৪, ২০১৭-য় লিগামেন্ট ছিঁড়ে ফেলেন তারকা সেন্টার ব্যাক।

এবার অস্ত্রোপচার করতেই হবে। তারপর রিহ্যাব সারবেন তিনি। ফিরতে ফিরতে আইএসএল-এর অর্ধেক কেটে যাবে। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের।

ঘটনা হল, এবার ইভান গঞ্জালেজকে সরিয়ে দিয়ে পারদোকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। অন্যদিকে, কিরিয়াকুর জায়গায় রিক্রুট ছিলেন এলসে। ডুরান্ড কাপের প্রতিটি ম্যাচেই চোখ ধাঁধানো পারফর্ম করেছেন। নুঙ্গার সঙ্গে দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে ভরসা জুগিয়েছেন লাল-হলুদ সমর্থকদের।

আইএসএল-এও কোচ কুয়াদ্রাতের বড় ভরসার আশা নিয়ে হাজির হয়েছিলেন। তবে হঠাৎ করেই চোট সমস্ত প্ল্যানিং ভেস্তে দিল স্প্যানিশ কোচের।

সূত্রের খবর, এলসে না খেলায় আইএসএল-এর প্রথম কয়েক মাসে নতুন সেন্টার ব্যাক নিয়ে আসতে পারে ইস্টবেঙ্গল। স্বল্পমেয়াদি চুক্তিতে। এলসে ফিরলে তাঁকে পুনরায় রেজিস্ট্রেশন করানো হতে পারে।

আপাতত কবে অজি পোলা ফিরবেন মাঠেজ সেদিকেই চাতক পাখির অপেক্ষা লাল হলুদ শিবিরের।

Indian Football Kolkata Football East Bengal Club East Bangal East Bengal Eastbengal
Advertisment