ডার্বি হারের পর মানসিকভাবে অনেকটাই বিধ্বস্ত হয়ে পড়েছিল মোহনবাগান। তবে এএফসি কাপে মাছিন্দ্রা এবং আবাহনীর বিরুদ্ধে টানা দুটো ম্যাচে জয় হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়ে দিয়েছে হুয়ান ফেরান্দো ব্রিগেডকে।
সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান রবিবার খেলবে মুম্বই সিটি এফসির বিপক্ষে। ভারতীয় ফুটবলের এল ক্ল্যাসিকো ধরা হয় এই দ্বৈরথকে। ভারতের ফুটবলের সেরা দুই দল গড়েই এবার আইএসএল অভিযানে নামবে দুই দল। মোহনবাগান যেমন এএফসি কাপের জন্য কোটি কোটি টাকার দল গড়েছে। তেমন মুম্বই সিটি এফসিও দেশ ব্যাকিংহ্যামের কোচিংয়ে নামছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে।
আইএসএল-এ এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে নামার আগে মুম্বই সিটি এফসি ডুরান্ডকে প্রাক মরশুম টুর্নামেন্ট হিসাবেই দেখছে। কোচ হুয়ান ফেরান্দো মহা-ম্যাচের আগে জানাচ্ছেন, "মুম্বই চ্যাম্পিয়ন্স লিগে এবং আমরা এএফসি কাপে খেলতে নামব। দুই দলের কাছেই এটা ভাল প্রস্তুতি ম্যাচ হতে চলেছে। শক্তিশালী মুম্বইয়ের উইং বেশ কার্যকরী। ছাংতে, বিপিন, মেহতাব, আকাশদের মত সফল ভারতীয় ফুটবলাররা রয়ে। সেই সঙ্গে স্টুয়ার্টের মত ভালো মানের বিদেশিও রয়েছে।"
এরপরেই এএফসি কাপের কথা ভেবে সংযত ভঙ্গিতে হুয়ান ফেরান্দো বলেছেন, "এএফসি কাপে ভালো ফলাফল করা আমাদের লক্ষ্য। সেইজন্য চোট-আঘাত বাঁচিয়ে খেলতে নামব আমরা। জেতার জন্য যতটুকু শক্তি খরচ করা যায়, সেটুকুই করব। একটা বিষয় মাথায় রাখতে হবে। এই ম্যাচের আগে মুম্বই প্রায় দশ দিনের বিশ্রাম পেয়েছে। আমরা মাত্র তিনদিনের।"
"প্রাক মরশুম প্রক্রিয়া এখনও চলছে। ফুটবলাররা অনেকেই নতুন। দলের সঙ্গে বোঝাপড়া হতে এখনও সময় লাগবে। শেষ দুই ম্যাচে আমরা অনেকটাই গুছিয়ে নিয়েছি। তবে বেশ কিছু জায়গায় উন্নতির অবকাশ রয়েছে।"
মুম্বইয়ের সঙ্গে হেড টু হেড রেকর্ড মোটেই ভাল নয় মোহনবাগানের। তবে বাগানের স্প্যানিশ বস এতে ঘাবড়াচ্ছেন না। বলছেন, "মুম্বইকে অনেকদিন হারাতে পারিনি বলে এবারেও হারাতে পারব না, এমনটা নয়। নতুন দল, নতুন পরিবেশ, নতুন টুর্নামেন্ট। ফুটবলারদের মধ্যে মুম্বই-মিথ নিয়ে কোনও মেন্টাল ব্লকেজ নেই। এই দলের অনেকেই সবুজ মেরুন জার্সিতে মুম্বইয়ের বিপক্ষে নামবে। সকলেই জয়ের জন্য মরিয়া থাকবে।"