তিনি বরাবরের মেরিনার্স। বারবার একাধিকবার স্বীকার করেছেন সেই কথা। মোহনবাগানের ঘরের ছেলে হয়ে গিয়েছিলেন। বাগান জনতার একদা হার্টথ্রব তিরি এবার নাম লিখিয়েছেন মুম্বই সিটি এফসিতে। আর মুম্বইয়ের জার্সিতে পুরোনো ক্লাবের সঙ্গে প্ৰথম ডুয়েলেই হার হজম করেছেন তিরি।
সেই তিরি অবশ্য প্রিয় দলের কাছে হার নয়। বরং সমর্থকদের ব্যবহারে প্রচণ্ড ক্ষুব্ধ। মুম্বইয়ের বিপক্ষে মোহনবাগান দুর্দান্ত জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। আর সেই জয়ের মঞ্চেই অসম্মানিত হতে হল বাগানের একদা তিরিকে।
হারের পরেই তিরি নিজের টুইটার একাউন্টে একটি ছবি পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিরিকে দেখা যাচ্ছে কোমড়ে হাত দিয়ে হতাশ হয়ে দাঁড়িয়ে থাকতে।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলের গর্ব কলঙ্কিত সমর্থকদের কুকীর্তিতে! মুখ খুললেন ইস্টবেঙ্গল কর্তাও
স্প্যানিশ তারকার সেই পোস্টেই ট্রোলিং শুরু করেন মোহনবাগান সমর্থকরা। এই বাগান সমর্থক মজার ছলে তিরির সেই পোস্টের কমেন্টে ছবি দেন। যেখানে জেসন কামিন্স, বিশাল কাইথ, অনিরুদ্ধ থাপা, মনবীর সিংদের দেখা যাচ্ছে মুখে হাত দিয়ে ট্রেডমার্ক মাস্ক-সেলিব্রেশন করতে। এমন ব্যাঙ্গাত্মক ছবির সঙ্গেই সেই সবুজ মেরুন ভক্তের শ্লেষাত্মক প্রশ্ন, "কেমন আছো ভাই?"
এতেই অপমানিত বোধ করেন স্প্যানিশ ডিফেন্ডার। এমনিতে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের সঙ্গে খুল্লামখুল্লা আলাপ করেন তিনি। হামেশাই রিপ্লাই করেন। এবার তিরিও সি সমর্থককে পাল্টা দিয়ে বলেন, "ভালো আছি।ধন্যবাদ। যা বুঝতে পারছি তুমি বেশ ভালোই আছো এবং আমার প্রোফাইলে এসে আমাকে বিরক্ত করার চেষ্টা করছ। তবে আমাকে উত্যক্ত করার এই প্রচেষ্টা কাজে আসবে না। এটা জানাতে পেরে আমি দুঃখিত। তিন বছর ধরে সমর্থকরা আমাকে যে ভালোবাসা দিয়েছে, সেই জন্য আমার সম্মান সবসময়ই থাকবে। তবে সেই তালিকায় তুমি নেই। অল দ্য বেস্ট।"
টানা তিন মরশুম ধরে এটিকে মোহনবাগান রক্ষণের অতন্দ্র প্রহরী। আইএসএলের অন্যতম সেরা সেন্ট্রাল।ডিফেন্ডার হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন। সেই হোসে লুইস এস্পিওনসা গত বছর বাগানের জার্সিতে শেষ ম্যাচ খেলেন গোকুলাম কেরালার বিপক্ষে। এএফসি কাপে। গোকুলাম ফরোয়ার্ড লুকা মাজসেনকে ট্যাকল করতে গিয়ে চোট পান তারকা। প্রবল যন্ত্রণায় কাতরাতে কাতরাতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ৩৯ মিনিটে। তারপর আর গোটা মরশুমে বাগানের জার্সিতে দেখা যায়নি।
ইনজুরি থাকলেও মোহনবাগান ম্যানেজমেন্ট রিলিজ করেনি তিরিকে। রিহ্যাব সারিয়ে আর মাঠে ফেরা হয়নি প্ৰিয় সবুজ মেরুন জার্সিতে। বেঙ্গালুরু এফসির বিপক্ষে ফাইনালের আগে তিরিকে উড়িয়ে আনা হয় দলের একাত্মতা বাড়ানোর জন্য। ডাগ আউটে বসেই দলের চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান তিনি।
আতলেতিকো মাদ্রিদের বি দলের হয়ে পাঁচ বছর খেলা তিরি আইএসএলের বিদেশিদের মধ্যে সর্বাধিক ম্যাচ খেলেছেন। ২০১৬-য় এটিকের চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন। এটিকে এবং এটিকে মোহনবাগানের হয়ে চার বছরে খেলেছেন মোট ৪৯টি ম্যাচ।
সংযুক্তির পরে এটিকে মোহনবাগানে ফেরার আগে জামশেদপুর এফসির হয়ে খেলেছেন চার বছর। আইএসএল-এর অন্যতম অভিজ্ঞ তারকাকে ভাবা হয়েছিল বাগান রিটেন করবে আসন্ন সিজনের জন্য। তবে হুয়ান ফেরান্দো বদলে সই করিয়েছেন হেক্টর ইউস্তেকে।