ডুরান্ড কোয়ার্টার ফাইনালে কোনওরকম ডার্বি হচ্ছে না। মঙ্গলবারই চূড়ান্ত হয়ে গেল ডুরান্ডে শেষ আটে দলের লাইন আপ। ইস্টবেঙ্গল গ্রুপে অপরাজিত হয়ে শীর্ষ স্থানাধিকারী দল হিসেবে কোয়ালফাই করেছিল। অন্যান্য গ্রুপ থেকে 'ফার্স্ট' হয়ে শেষ আটে পা রেখেছিল চেন্নাইয়িন, গোকুলাম, ইন্ডিয়ান আর্মি এবং মুম্বই সিটি এফসি। সেরা দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে কোয়ার্টারে পৌঁছয় নর্থ ইস্ট ইউনাইটেড এবং মোহনবাগান সুপারজায়ান্ট।
গ্রুপ পর্বের পর কোয়ার্টারেও কলকাতা ডার্বির সম্ভবনায় ফুটছিল ফুটবল মহল। তবে কোনওরকম বাছাই, ড্রয়ের ধার দিয়ে গেল না ডুরান্ডের আয়োজক কমিটি। আটটা দলকে দুটো পটে ভাগ করা হল। প্ৰথম পট থেকে ইস্টবেঙ্গল, গোকুলাম, ইন্ডিয়ান আর্মি, নর্থ ইস্ট ইউনাইটেড এবং দ্বিতীয় পট থেকে চেন্নাইয়িন এফসি, মুম্বই সিটি এফসি, মোহনবাগান এবং এফসি গোয়া ফাইনালে ওঠার লড়াই চালাবে।
ইস্টবেঙ্গলের কোয়ার্টারে প্রতিপক্ষ গোকুলাম কেরালা। গোকুলামকে লাল-হলুদ শিবির হারালে সেমিতে খেলতে হবে নর্থ ইস্ট ইউনাইটেড বনাম ইন্ডিয়ান আর্মি ম্যাচের জয়ী দলের সঙ্গে।
একইভাবে শেষ আটে মোহনবাগানকে খেলতে হবে মুম্বই সিটির বিপক্ষে। মোহনবাগান-মুম্বই সিটি ম্যাচের জয়ী দল খেলবে চেন্নাইয়িন বনাম এফসি গোয়া ম্যাচের জয়ী দলের সঙ্গে।
অর্থাৎ, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যদি কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে জেতে তবেই ফাইনালে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। ডুরান্ডের ফাইনালে স্বপ্নের ম্যাচ দেখা যাবে? সময়ই বলবে।
কোয়ার্টার ফাইনালের লাইন আপ:
১) নর্থ ইস্ট ইউনাইটেড বনাম ইন্ডিয়ান আর্মি
২) ইস্টবেঙ্গল বনাম গোকুলাম কেরালা
৩) মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি
৪) চেন্নাইয়িন এফসি বনাম এফসি গোয়া
সেমিফাইনাল:
১ বনাম ২
৩ বনাম ৪