Advertisment

MBSG vs NEUFC, Durand Cup 2025: ২ গোলে এগিয়েও যুবভারতীতে স্বপ্নভঙ্গ মোহনবাগানের, ইতিহাস গড়ে ডুরান্ড জয় নর্থইস্টের

Durand Cup 2025: ২ গোলে পিছিয়ে থেকেও সমতা ফিরিয়ে টাইব্রেকারে অসামান্য জয়। ডুরান্ড কাপে নতুন ইতিহাস লিখল নর্থইস্ট ইউনাইটেড। ট্রফি খরা কাটল পাহাড়ি দলটির অবশেষে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
MBSG vs NEUFC, Durand Cup: ডুরান্ড কাপ ফাইনাল, মোহনবাগান বনাম নর্থ ইস্ট

নর্থ ইস্টের বিরুদ্ধে যুবভারতীতে ডুরান্ড ফাইনালে মোহনবাগান (ডুরান্ড কাপ টুইটার)

মোহনবাগান: ২ (কামিন্স, সামাদ)                           নর্থইস্ট ইউনাইটেড: ২ (আজারি, গিলেরমো)

Advertisment

Durand Cup, Mohun Bagan vs North East United: টানা দু-বার ডুরান্ড জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল মোহনবাগান। প্রিয় দলের ঐতিহাসিক জয় দেখতে মাঠ ভরিয়েছিলেন সবুজ-মেরুন সমর্থকরাও। তবে দিনের শেষে হতাশ হয়েই ফিরতে হচ্ছে মেরিনার্সদের। বিরতির আগেই দু-গোল দিয়েও স্বপ্নভঙ্গ হল বাগানের।

২ গোলে পিছিয়ে পরেও নর্থইস্ট যেভাবে কামব্যাক করল, তা ডুরান্ড-এর ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। কামিন্স এবং সাহাল জোড়া গোলে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে ছন্নছাড়া বাগান। আর দুর্ধর্ষ কামব্যাক ঘটিয়ে নর্থ ইস্টের জোড়া গোল মাত্র তিন মিনিটের ব্যবধানে। এরপরে টাইব্রেকারে লিস্টনের পেনাল্টি মিসের খেসারত দিয়ে কাপ জয় হাতছাড়া। শনিবার রাত বাগানের কাছে শনি হয়েই রয়ে গেল।

ম্যাচ শুরু থেকেই আক্রমণ শুরু করেছিল চলতি ডুরান্ড-এ অপ্রতিরোধ্য নর্থ ইস্ট ইউনাইটেড। তবে মোহনবাগানকে পেনাল্টি থেকে প্ৰথম গোল করে এগিয়ে দেন অজি বিশ্বকাপার জেসন কামিন্স। পেত্রাতোসকে ফার্স্ট ইলেভেনের বাইরে রেখে দল সাজিয়েছিলেন বাগান কোচ। কামিন্স কোচের আস্থার পূর্ণ মর্যাদা দিলেন পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিয়ে।

আমার লেভেলে আসতে বহু দেরি গিলের! কোহলির গলায় 'নকল' বিস্ফোরণ, আসল কাহিনী প্রকাশ্যে

লিস্টন কোলাসো বল বাড়িয়ে ছিলেন সাহালকে। তাঁকে জার্সি টেনে ফাউল করে বসেন আশির আখতার। প্রাপ্ত পেনাল্টি থেকেই ১-০ করে যান কামিন্স। এরপরে বিরতির আগে আক্রমণে-প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। এর মধ্যে ঘটনা দুটো। এক গ্রেগরি স্টুয়ার্টের ১৮ মিনিটের মাথায় সহজ সুযোগ নষ্ট করা। দ্বিতীয়, চোট পেয়ে বাগান ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের উঠে যাওয়া।

পাকিস্তান নিরাপদ নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসো না! কোহলিদের বড় পরামর্শ পাক তারকার

বিরতির ঠিক আগে সংযোজিত সময়ে বাগানের হয়ে দ্বিতীয় গোল করে যান সাহাল। এবারেও গোলের খোঁজ মিলল সাহাল-লিস্টন যুগলবন্দিতে। লিস্টন গোলের ঠিকানা পাস বাড়িয়েছিলেন সাহালকে, সেখান থেকেই গোল করে যান কেরালা ব্লাস্টার্স থেকে গত সিজনে বাগানে আসা তারকা।

ICC চেয়ারম্যান হতেই জয় শাহকে তীব্র অপমান লঙ্কান সাংবাদিকের, ক্ষোভে ফুঁসে উঠল ক্রিকেটমহল

বিরতির আগেই জোড়া গোল হজম করে বসা নর্থ ইস্ট অবশ্য রণে ভঙ্গ দেয়নি। হাফটাইমের পরেই স্বমহিমায় ফেরত আসে তারা। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার পরেই গোলশোধ করে দেয় নর্থইস্ট। ৫৫ থেকে ৫৮ মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে যান আজারি এবং গিলেরমো।

আজারি বক্সের মধ্যে অরক্ষিত অবস্থায় চলতি বলে গোল করে যান। সেই গোলের রেশ কাটার আগেই বাগানের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে সমতা সূচক গোল করে যান গিলেরমো। হঠাৎ করেই জোড়া গোল হজম করে ঘরের মাঠেই দিশেহারা হয়ে পড়ে বাগান শিবির। বিশাল কাইথ দ্বিতীয়ার্ধে প্রাচীর হয়ে আরও দুটো দুরন্ত সেভ না করলে নির্ধারিত সময়ের মধ্যেই খেলার ফয়সালা হয়ে যেত।

শ্রেয়স আর নয় পছন্দের! ভারতকে বিশ্বকাপ জেতানো সুপারস্টারকে ক্যাপ্টেন হওয়ার প্রস্তাব KKR-এর, বড় আপডেট প্রকাশ্যে

চলতি ডুরান্ড কাপে অপ্রতিরোধ্য ছিল নর্থইস্ট। সব ম্যাচ জিতে ফাইনালে পোঁছেছিল পাহাড়ি দলটি। অন্যদিকে গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগানকে ফাইনালে পৌঁছনোর পথে দু-বার পেনাল্টি শ্যুট আউটের ফাঁড়া কাটাতে হয়েছিল। সেই টাইব্রেকারেই শনিবার স্বপ্নভঙ্গ হল তাঁদের।

মোহনবাগানের প্রথম একাদশ— বিশাল কাইথ, টম অলড্রেড, শুভাশিস বসু, আলবের্তো রদ্রিগেস, অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, আপুইয়া, মনবীর সিংহ, জেসন কামিংস

atk-mohun-bagan Mohunbagan durand-cup Mohun Bagan Super Giants Mohun Bagan Indian Football durand-2023-derby mohun-bagan-sg durand-cup-2023-final
Advertisment